ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স

প্রকাশিত: ০৭:২৫, ২০ মে ২০১৭

ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার মুম্বাই। প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় কলকাতার ইনিংস। ১০৮ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত (১১১ রান) করে মুম্বাই। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মুম্বাই। শুরু থেকেই প্রতিপক্ষের বোলিং তোপে পড়ে কেকেআর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের সাত বল আগেই ১০৭ রানে অলআউট হয়। কলকাতার সুরাইয়া কুমার যাদব সর্বোচ্চ ৩১ ও ইসহাঙ্ক জাগি ২৮ রান করেন। মুম্বাইয়ের করণ শর্মা ১৬ রানে ৪ উইকেট লাভ করেন। সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারালেও অধিনায়ক রোহিত শর্মা ও করুনাল পা-িয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৩ বল ও ৬ উইকেট হাতে রেখে দারুণ জয় পায় মুম্বাই। রোহিত ২৬ রান করে আউট হলেও ও পাণ্ডিয়া ৪৫ রানে অপরাজিত থাকেন। কলকাতার পিযুষ চাওলা ২ উইকেট লাভ করেন। আগামী রবিবার ফাইনাল ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।
×