ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুটপাথে সবুজের ছোঁয়া

প্রকাশিত: ০৫:৫০, ২০ মে ২০১৭

ফুটপাথে সবুজের ছোঁয়া

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান। বাসা সেগুনবাগিচায়, আর অফিস গুলিস্তানে। আগে বাসা থেকে রিক্সায় অফিসে আসতেন। সময় লাগত ৩০ থেকে ৫০ মিনিট। এখন মাত্র ২০ মিনিটে হেঁটে অফিসে পৌঁছাতে পারেন। একদিকে খরচ বাঁচল অন্যদিকে হেঁটে আসা-যাওয়ায় নিয়মিত ব্যায়ামও হলো। ফুটপাতগুলো স্বাচ্ছন্দ্যে চলাচলের উপযোগী করায় তিনি সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান। এ ব্যাংক কর্মকর্তা বলেন, খুবই ভালো লাগছে। এখন গুলিস্তানে এলে শহরের মতো লাগে। মনে হয় স্মার্ট কোনো শহরে আছি। সচেতন ব্যবসায়ীদের উদ্যোগও ভালো লাগছে। তারা ইট-বালু-কংক্রিটের এ শহরে একটু সবুজের ছোঁয়া এনে দিয়েছেন। এভাবে ব্যবসায়ীরা যদি নিজ উদ্যোগে ফুটপাতে বাহারি গাছের সমারোহ ঘটান তাহলে শিগগিরই সবুজ ঢাকায় পরিণত হবে আমাদের প্রিয় এ রাজধানী। রাজধানীর ফুটপাতগুলোতে হকারদের অবৈধ ব্যবসার কারণে হাঁটা যেত না। স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। এ অবস্থা থেকে মুক্তি দিতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা গুলিস্তান, মতিঝিল ও নিউমার্কেট হকারমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বেশ কয়েকবার উচ্ছেদের পর পুরোপুরি হকারমুক্ত করা হয় ফুটপাত। এ অবস্থায় উন্মুক্ত ফুটপাতের দু’পাশে ফুলের টবসহ বাহারি গাছগাছালির সমারোহ ঘটিয়েছেন শৌখিন দোকান মালিকরা। নগরবাসী এখন স্বাচ্ছন্দ্যে এবং নান্দনিক সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে ফুটপাত পার হচ্ছেন। গুলিস্তান জিরোপয়েন্ট থেকে হোটেল ইম্পেরিয়াল হয়ে স্টেডিয়ামের পাশ দিয়ে বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত ফুটপাতের এক পাশে দোকানিরা নিজ উদ্যোগে সিমেন্টে বাঁধাই ফুলদানিতে বাহারি গাছ ও বনসাই স্থাপন করেছেন। পায়ে হাঁটা সাধারণ যাত্রীরা এতে ভীষণ খুশি। ইট-কংক্রিটের এ রাজপথে সবুজের ছোঁয়া কে না ভালোবাসবে? এ কারণে আমাদের ছোট এ উদ্যোগ। পল্টন মোড়ে ‘কে ফ্যাশন’ ও ‘খাদেম সুজ’র দুটি শোরুম। দোকান দুটির তত্ত্বাবধায়করা জানান, এতদিন হকারদের ঝুপড়ির কারণে সামনে কিছুই দেখা যেত না। সাধারণ পথচারীরা ফুটপাতও ব্যবহার করতে পারতেন না। কিন্তু এখন হকারদের উৎপাত নেই। নগরবাসীকে একটু সবুজের পরশ দিতে আমাদের দোকান দুটির সামনে সিমেন্টের তৈরি ফুলের টব বসিয়ে তাতে নানা জাতের গাছ লাগানো হয়েছে। পথচারীরা এ ফুটপাত ব্যবহার করে যাতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।
×