ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হ্যারি কেনে বিধ্বস্ত লিচেস্টার

প্রকাশিত: ০৫:৪৭, ২০ মে ২০১৭

হ্যারি কেনে বিধ্বস্ত লিচেস্টার

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতে লিচেস্টার সিটি। তবে চলতি মৌসুমে তার ছিটেফোঁটাও দেখাতে পারেনি তারা। সর্বশেষ বৃহস্পতিবারও লজ্জাজনকভাবে হেরেছে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যারি কেনের চার গোলের সৌজন্যে টটেনহ্যাম হটস্পার এদিন ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিচেস্টার সিটিকে। লিচেস্টার সিটির বিপক্ষে চার গোলের সুবাদে চলতি মৌসুমে প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতার আসনটাও নিজের করে নিয়েছেন হ্যারি কেন। টটেনহ্যাম হটস্পারের হয়ে এদিন বাকি দুটি গোল করেন দক্ষিণ কোরিয়ার আরেক তারকা ফুটবলার সন হিউং মিন। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে টটেনহ্যাম হটস্পার। কিন্তু তারপরও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি স্পার্শদের। কেননা ইতোমধ্যেই যে লীগ শিরোপা নিজেদের করে নিয়েছে চেলসি। তবে ব্লুজদের টপকে প্রিমিয়ার লীগের শিরোপা জয় করতে না পারলেও এবারের আসরে তারুণ্যনির্ভর দল নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন টটেনহ্যামের কোচ মরিসিও পোচেত্তিনো। সেইসঙ্গে এই দলটিতেই আলোকিত ভবিষ্যত দেখছেন তিনি। ম্যাচের শুরু থেকেই এদিন লিচেস্টার সিটিকে চেপে ধরে টটেনহ্যাম। তবে প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ২৫ মিনিট পর্যন্ত। ম্যাচের ৩৬ মিনিটে ডেলে আলীর সহায়তায় গোল ব্যবধান দ্বিগুণ করেন সন ইউং মিন। এর ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে গত আসরের চ্যাম্পিয়নরা। সফলও হয় ৫৯তম মিনিটে। এ সময় আকস্মিকভাবে স্বাগতিক লিচেস্টারের হয়ে একটি গোল পরিশোধ করেন বেঞ্জামিন চিলওয়েল। এতে আরও তেতে ওঠে শিরোপা হারানোর যন্ত্রণায় থাকা টটেনহ্যাম। কয়েক মিনিটের মধ্যেই আবারও গোল উৎসব শুরু করে তারা। ৪ মিনিট পরই নিজের ২য় গোলটি করে স্পার্শদের ৩-১ ব্যবধানে এগিয়ে দেন হ্যারি কেন। ৭১ মিনিটে সন সতীর্থ কেনের সহায়তা নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। ম্যাচের ৮৮ মিনিটে এবং ইনজুরি সময়ে (৯০+২) পরপর দুই গোল করেন হ্যারি কেন। আর তাতেই ৬-১ গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয় টটেনহ্যামের।
×