ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যানইউর বর্ষসেরা হেরেরা

প্রকাশিত: ০৫:৪৬, ২০ মে ২০১৭

ম্যানইউর বর্ষসেরা হেরেরা

স্পোর্টস রিপোর্টার ॥ সাফল্যের স্বীকৃতি পেলেন আন্ডের হেরেরা। স্প্যানিশ এই মিডফিল্ডার চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। দুই সতীর্থ এ্যান্টোনিও ভ্যালেন্সিয়া ও জ¬াতান ইব্রাহিমোভিচকে টপকে সেরা হয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের এ্যাওয়ার্ড নাইটে সাফল্যের স্বীকৃতি পান হেরেরা। সমর্থকদের ভোটে মৌসুমের সেরা খেলোয়াড় বাছাই করা হয়। ২৪২টি ভোট পেয়ে মযার্দাপূর্ণ একক ট্রফিটি নিজের করে নিয়েছেন হেরেরা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের তারকা ভ্যালেন্সিয়া। দু’জনের ভোটের পার্থক্য মাত্র ২০। অর্থাৎ ভ্যালেন্সিয়া পেয়েছেন ২২২ ভোট। দুর্দান্ত মৌসুমের পরও খালি হাতে থাকছেন ইব্রাহিমোভিচ। ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে সুইডিশ সুপারস্টার। টানা দ্বিতীয়বারের মতো ম্যানইউর বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন হেরেরা। গতবার ‘স্যার ম্যাট বাজবি প্লেয়ার অব দ্য ইয়ার’ এ্যাওয়ার্ডটি জেতেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ক্লাবের শীর্ষ পুরস্কার জিততে না পারলেও ‘প্লেয়ারস প্লেয়ার অব দ্য সিজন’ এ্যাওয়ার্ডে ভূষিত হন রাইটব্যাক ভ্যালেন্সিয়া। মৌসুমের সেরা গোলের পুরস্কার জিতেছেন আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ মাখাটারিয়ান। সেরা রিজার্ভ খেলোয়াড় তরুণ ডিফেন্ডার এ্যাক্সেল টুয়ানজেবে। অন্যদিকে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে যুব দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ১৬ বছর বয়সী এ্যাঞ্জেল গোমেজ। এদিকে চেলসির হয়ে আরেকটি মর্যাদাকর পুরস্কার জিতেছেন মিডফিল্ডার এনগোলা কান্টে। পুরো মৌসুমই নিজের করে নেয়া এই ফুটবলার এবার ফুটবল লেখকদের বিবেচনায় ‘বর্ষসেরা প্লেয়ার অব দ্য ইয়ার’ হয়েছেন। এর আগে তিনি চেলসিরও মৌসুমসেরা ফুটবলার হয়েছেন। বর্ষসেরা হওয়ার পথে কান্টে সর্বোচ্চ ৩৪০ ভোট পেয়েছেন। তিনি পেছনে ফেলেছেন তারই ক্লাব সতীর্থ ইডেন হাজার্ড ও টটেনহ্যামের ডেলে আলীকে। গতবার এ পুরস্কারটি জিতেছিলেন হাজার্ড। কান্টে এ নিয়ে টানা দুইবার শিরোপার স্বাদ পেলেন। গতবার লিচেস্টার সিটির হয়ে জিতেছিলেন। তবে সেবার জিমি ভার্ডি ও রিয়াদ মাহারেজের কারণে লাইমলাইটে আসতে পারেননি। কান্টের দল চেলসি ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নিজেদের করে নিয়েছে। এ মাসের শেষেই এফএ কাপের ফাইনালে ব্লুজদের লক্ষ্য ঘরোয়া ডাবল জেতা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।
×