ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বুফনের ব্যালন ডি’অর পাওয়া উচিত’

প্রকাশিত: ০৫:৪৬, ২০ মে ২০১৭

‘বুফনের ব্যালন ডি’অর পাওয়া উচিত’

স্পোর্টস রিপোর্টার ॥ ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে আছেন জিয়ানলুইজি বুফন। জাতীয় দল ইতালি ও ক্লাব জুভেন্টাসের হয়ে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করছেন। তবে বর্তমানে জুভেন্টাসের হয়ে আছেন দারুণ ফর্মে। ইতোমধ্যে জিতেছেন ইতালিয়ান কাপ। অপেক্ষায় আছেন সিরি’এ জেতারও। ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন্স লীগেরও। ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলেই আবার ইউরোপ সেরা হবে জুভরা। এমন দারুণ পারফর্মেন্স বুফনের কারণেই জুভেন্টাস করতে পারছে বলে অনেকের অভিমত। এমন মনে করেন এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যানও। তার মতে এবার ব্যালন ডি’অর জেতা উচিত বুফনের। আর সাবেক বার্সিলোনা তারকা জাভি হার্নান্দেজ বলেছেন, রিয়ালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি জিতবে বুফনের জুভেন্টাস। গ্রিজম্যান বুফনের প্রশংসা করে বলেন, চলতি মৌসুমে দুর্দান্ত খেলেছেন বুফন। তাই এবারের ব্যালন ডি’অর বুফনকেই দেয়া উচিত। গেল নয় বছর ব্যালন ডি’অর জিতে চলেছেন লিওনেল মেসি, নয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই ব্যালন ডি’অরের ট্রফি সীমাবদ্ধ আছে মেসি বা রোনাল্ডোর মধ্যেই। তবে চলমান মৌসুমের ব্যালন ডি’অর বুফনকে দেয়া উচিত বলে মনে করেন ফরাসী তারকা। গ্রিজম্যান বলেন, দুর্দান্ত পারফর্মেন্স দিয়েই জুভেন্টাসকে ফাইনালে তুলেছেন বুফন। সবার চেয়ে এই মৌসুমে বুফনের পারফর্মেন্স ছিল ভিন্ন রকম। তাই বুফনের হাতেই এবারের ব্যালন ডি’অর তুলে দেয়া উচিত। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল জুভেন্টাস জিতবে বলেও মন্তব্য করেন গ্রিজম্যান। ফরাসী তারকা বলেন, রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতবে জুভেন্টাস। যোগ্য দল হিসেবেই সেরার মুকুট তারা। আগামী মৌসুমে এ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর গুঞ্জন আছে গ্রিজম্যানের। তবে এমন জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমি ভবিষ্যত নিয়ে খুব বেশি ভাবি না। এ্যাটলেটিকোতে দারুণ সময় কাটছে। এখানে বেশ ভাল আছি। গ্রিজম্যানের মতো জাভিও মনে করেন চ্যাম্পিয়ন্স লীগ জিতবে এবার জুভেন্টাস। কার্ডিফে আগামী ৩ জুন শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল-জুভেন্টাস। ওই ম্যাচ নিয়ে জাভি বলেন, আমি মনে করি জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লীগ জিতবে। বুফনের জন্য আমি তাদের শিরোপা জয় দেখতে চাই। বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনও চ্যাম্পিয়ন্স লীগ ট্রফির স্বাদ পাননি ইতালিয়ান লিজেন্ড। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দুইবার ফাইনাল খেলেছেন সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক বুফন। ২০১৩ সালে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে পেনাল্টি শূটআউটে হেরে যান। দুই বছর আগে বার্সিলোনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। জাভির চোখে ক্যারিয়ারের ইতি টানার আগে ৩৯ বছর বয়সী বুফনের চ্যাম্পিয়ন্স লীগ প্রাপ্য। তিনি বলেন, যদি বুফন জেতেন এটা হবে তার প্রথম চ্যাম্পিয়ন্স লীগ জয়। ফাইনাল হবে দু’দলের জন্য ফিফটি ফিফটি। কিন্তু আমি চাই বুফনের জন্য জিতুক জুভেন্টাস। ২০২২ বিশ্বকাপের জন্য কাতার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
×