ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ জামাল না রূপগঞ্জ সুপার লীগে কে?

প্রকাশিত: ০৫:৪৫, ২০ মে ২০১৭

শেখ জামাল না রূপগঞ্জ সুপার লীগে কে?

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের একাদশ রাউন্ড শুরু হচ্ছে আজ। লীগ পর্বের এটিই শেষ রাউন্ড। এরপর ছয়দল খেলবে সুপার লীগে। এ রাউন্ড শেষেই ছয় দলের সুপার লীগে খেলা নিশ্চিত হয়ে যাবে। পাঁচ দল এরই মধ্যে নিশ্চিত হয়েছে। গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার লীগে খেলা নিশ্চিত করে নিয়েছে। বাকি আছে আর একটি দল। সেই দলটি কারা, শেখ জামাল না রূপগঞ্জ? তা এ রাউন্ডে ফয়সালা হবে। আজ একাদশ রাউন্ডের শুরুর দিনে বিকেএসপি তিন নম্বর মাঠে আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ফতুল্লায় লিজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপি চার নম্বর মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে। রবিবার দ্বিতীয়দিনেও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেএসপি চার নম্বর মাঠে কলাবাগান ক্রীড়াচক্র ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি, বিকেএসপি তিন নম্বর মাঠে মোহামেডান ও শেখ জামাল এবং ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লড়াই করবে। সুপার লীগে ওঠার ক্ষেত্রে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে শেখ জামাল জিতলেই লিজেন্ডস অব রূপগঞ্জ বিদায় নেবে। সুপার লীগের ছয় দল নিশ্চিত হয়ে যাবে। রূপগঞ্জ যদি এ রাউন্ডে জিতে তখন মোহামেডানের সমান ১২ পয়েন্ট হবে। তখন ‘হেড টু হেডে’ মোহামেডানের সঙ্গে পিছিয়ে থেকে সুপার লীগে খেলতে পারবে না রূপগঞ্জ। তার মানে মোহামেডানের সুপার লীগে খেলা নিশ্চিত হয়ে গেছে। মোহামেডানকে শেখ জামাল হারালে তারাও সুপার লীগে খেলবে। রূপগঞ্জের সুপার লীগে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আর যদি মোহামেডানের কাছে শেখ জামাল হারে, আজ রূপগঞ্জ জিতে তখন রূপগঞ্জই সুপার লীগে খেলবে। শেখ জামালের বিদায় হয়ে যাবে। এ রাউন্ডের ম্যাচগুলোর মধ্যে আজ রূপগঞ্জ ও পারটেক্সের মধ্যকার ম্যাচটির দিকেই সবার দৃষ্টি থাকবে। রবিবার শেখ জামাল ও মোহামেডান ম্যাচের দিকেও সবার নজর থাকবে। এ দুই ম্যাচেই যে সুপার লীগের শেষ একটি দল নির্ধারণ হবে। পাঁচ দল আগেই সুপার লীগে খেলা নিশ্চিত করেছে। এখন শেখ জামাল ও রূপগঞ্জের মধ্যে যে কোন একটি দল সুপার লীগে উঠবে। পয়েন্ট তালিকায় সেরা চারে আছে এখন গাজী গ্রুপ (১৮ পয়েন্ট), আবাহনী (১৬ পয়েন্ট), প্রাইম দোলেশ্বর (১৪ পয়েন্ট) ও প্রাইম ব্যাংক (১৪ পয়েন্ট)। এই চার দলই সুপার লীগে খেলা আগেই নিশ্চিত করেছে। ১২ দলের লীগে ছয় দল খেলবে সুপার লীগে। বাকি থাকে আর দুই দল। মোহামেডান (১২ পয়েন্ট) ছয় নম্বরে আছে। তারপরও তারা নিরাপদ জোনেই আছে। রবিবার জিতলে কথাই নাই। হারলেও সুপার লীগে খেলা নিশ্চিত মোহামেডানের। পঞ্চম স্থানে শেখ জামাল (১২ পয়েন্ট) আছে। সপ্তম স্থানে আছে রূপগঞ্জ (১০ পয়েন্ট)। এই দুই দলেরই এখন সুপার লীগে খেলার সম্ভাবনা টিকে আছে। তবে সুপার লীগে খেলতে পারবে এই দুই দলের যে কোন একটি দল। যদি আজ রূপগঞ্জ জিতে তাহলে হবে ১২ পয়েন্ট। রবিবার শেখ জামাল ও মোহামেডানের মধ্যকার খেলা থাকায় এই দুই দলের যে কোন একটি দল ১৪ পয়েন্ট হতে পারবে। আরেকদল ১২ পয়েন্টেই থাকবে। যদি ম্যাচ পরিত্যক্ত হয় কিংবা ড্র হয় সেক্ষেত্রে শেখ জামাল ও মোহামেডান ১ পয়েন্ট করে পাবে। তখন দুই দলেরই ১৩ পয়েন্ট করে হবে। সুপার লীগে খেলা দুই দলই নিশ্চিত করে নেবে। তবে হারজিত হলে এক দল সুপার লীগে খেলা নিশ্চিত করে নেবে। আরেকদল রূপগঞ্জের সঙ্গে ‘হেড টু হেড’ লড়াইয়ে যুক্ত হবে। যদি রূপগঞ্জ আজ জিতে এবং মোহামেডান যদি রবিবার হারে তাহলে রূপগঞ্জের বিদায় ঘটবে। লীগ পর্বে যে মোহামেডানের কাছে হেরেছে রূপগঞ্জ। পয়েন্ট সমান হলে ‘হেড টু হেড’ বিবেচনা করা হয়। সেক্ষেত্রে রূপগঞ্জ সুপার লীগে খেলতে পারবে না। শেখ জামাল ও মোহামেডান সুপার লীগে খেলা নিশ্চিত করে নেবে। কিন্তু শেখ জামাল হারলে আর রূপগঞ্জ আজ জিতলে তখন শেখ জামাল আবার বিদায় নেবে। রূপগঞ্জ যে লীগ পর্বে শেখ জামালকে হারিয়েছে। আর যদি আজ রূপগঞ্জ হেরে যায় তাহলে কথাই নেই। মোহামেডানের সঙ্গে শেখ জামালও এমনিতেই সুপার লীগে খেলা নিশ্চিত করবে। মোহামেডান এরই মধ্যে সুপার লীগে খেলা নিশ্চিত করে নিয়েছে। সুপার লীগে ওঠার ক্ষেত্রে এখন শেখ জামাল ও রূপগঞ্জই লড়াইয়ে টিকে আছে। বাকিরা আগামী মৌসুমে সরাসরি লীগ খেলার চেষ্টায় আছে। অষ্টম স্থানে আছে ব্রাদার্স (৮ পয়েন্ট), নবম স্থানে আছে কলাবাগান ক্রীড়াচক্র (৬ পয়েন্ট), দশম স্থানে আছে খেলাঘর (৬ পয়েন্ট), একাদশ স্থানে আছে পারটেক্স (২ পয়েন্ট) ও দ্বাদশ স্থানে আছে ভিক্টোরিয়া (২ পয়েন্ট)। পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা তিন দল খেলবে রেলিগেশন লীগ। ভিক্টোরিয়া ও পারটেক্সের সেই লীগে খেলা নিশ্চিত। এখন হয় খেলাঘর নয়তো কলাবাগান রেলিগেশন লীগ খেলবে। দুই দলই আবার শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে। যে দল জিতবে তারা রেলিগেশন লীগ খেলা থেকে বাঁচবে। হারা দল রেলিগেশন লীগ খেলবে। রেলিগেশন লীগ থেকে পয়েন্ট তালিকায় নিচে থাকা দুটি দল প্রথম বিভাগে অবনমন হবে। শেষদিকে এসে তাই লীগ দুর্দান্তভাবেই জমে উঠেছে। একদিকে রেলিগেশন লীগ থেকে বাঁচতে দুই দল লড়াই করবে। আরেকদিকে সুপার লীগে কে খেলবে শেখ জামাল না রূপগঞ্জ? তা নিশ্চিত হবে।
×