ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমরা সেরা দল, আমরাই চ্যাম্পিয়ন’

প্রকাশিত: ০৫:৪৫, ২০ মে ২০১৭

‘আমরা সেরা দল, আমরাই চ্যাম্পিয়ন’

স্পোর্টস রিপোর্টার ॥ ফর্মের তুঙ্গে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদেরে হয়ে খেলছেন অসাধারণ ফুটবল। প্রতিটি ম্যাচেই দলের জয়ে রাখছেন বড় অবদান। এখন রিয়াল ২০১২ সালের পর লা লিগায় শিরোপা জয়ের অপেক্ষায় আছে। চ্যাম্পিয়ন্স লীগেরও ফাইনালে গ্যালাক্টিকোরা। এমন অবস্থায় পর্তুগীজ সুপারস্টার জানিয়েছেন, তাদের দল রিয়ালই সেরা এবং তারাই চ্যাম্পিয়ন। অন্যদিকে সাবেক স্পেন ও বার্সিলোনা তারকা কার্লোস পুওল বলেছেন, মেসি তার দৃষ্টিতে সেরা ফুটবলার। রোনাল্ডোরও উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। কোচ জিনেদিন জিদানের অধীনে এবারের মৌসুমে দারুণ খেলছে রিয়াল। এরপরও অনেকে দলটির ফুটবলারদের সমালোচনা করে থাকেন। এ অবস্থায় খেলোয়াড়দের সামলোনো নিয়ে ফরাসী কোচের প্রশংসা করেছেন রোনাল্ডো। সি আর সেভেনের জোড়া গোলে সেল্টা ভিগোর মাঠে বুধবার ৪-১ গোলে জিতে শিরোপার কাছে এসেছে গ্যালাক্টিকোরা। দলের এমন পথ চলায় কোচ জিদানকে কৃতিত্ব দিচ্ছেন চারবারের বর্ষসেরা ফুটবলার। রোনাল্ডো বলেন, এ বছর বস (কোচ) ব্যাপারগুলো খুব ভালভাবে পরিচালনা করেছেন। অনেক ভাল তরুণ খেলোয়াড় ও অভিজ্ঞদের নিয়ে আমাদের খুব ভাল একটি দল আছে। মৌসুমের শেষদিকে ভাল অবস্থায় থাকতে আমাকে এ বছর কিছুটা বেশি বিশ্রাম দেয়া হয়েছে। এটা ভাল কাজে দিয়েছে। লা লিগার শিরোপা থেকে রিয়াল আর এক পয়েন্ট দূরে থাকলেও নির্ভার নন পর্তুগীজ অধিনায়ক। এ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, আমাদের এখনও এক ম্যাচ বাকি আছে। আমরা জানি, একেবারে শেষ পর্যন্তই আমাদের এগিয়ে যেতে হবে। ম্যাচ জিততেই আমরা মালাগায় যাব, এটাই আমাদের সবসময়ের লক্ষ্য। আমরা মাদ্রিদ। আমাদের অবশ্যই দেখাতে হবে যে, আমরা সেরা দল এবং আমরাই চ্যাম্পিয়ন। দারুণ পারফর্মেন্সের পর প্রশংসায় ভাসছেন রোনাল্ডো। লীগ ও চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালের দুর্দান্ত পথ চলায় দারুণ খেলেছেন মিডফিল্ডার ইস্কোও। কিন্তু আক্রমণাত্মক এই মিডফিল্ডারের মতে অসাধারণ ফর্মে থাকা রোনাল্ডোর উপস্থিতিই সবকিছু সহজ করে দিয়েছে। ইস্কো বলেন, রোনাল্ডোর সঙ্গে একটা বোঝাপড়া সৃষ্টি করা খুব সহজ। আপনাকে কেবল বক্সে ও এর আশপাশে তাকে বল দিলেই হবে, বাকিটা তিনি করেন। আমরা ভাল ফর্মে আছি। আমাদের শিরোপা-ভাগ্য আমাদের নিজেদের হাতে। খুবই ভাল সম্ভাবনা নিয়ে আমরা মালাগার মাঠে খেলতে যাব। প্রিয় শিষ্যের প্রশংসা করেছেন কোচ জিদানও। ফরাসী গ্রেট বলেন, রোনাল্ডো দারুণ অবস্থায় আছে এখানে সে এটা আবারও দেখিয়েছে। সে তার খেলায় বড় ধরনের একটি পরিবর্তন এনেছে। রক্ষণ নিয়েও সে কঠোর পরিশ্রম করেছে। সে যেভাবে খেলছে তা থেকে আপনি বলতে পারেন সে খুব ভাল ফর্মে আছে। এদিকে বার্সিলোনার সাবেক ডিফেন্ডার কার্লোস পুওলের মতে, তার দেখা সেরা ফুটবলারদের একজন। কিন্তু সাবেক সতীর্থ লিওনেল মেসি পর্তুগালের এই অধিনায়কের চেয়েও বেশি কিছু বলে বিশ্বাস তার। গত নয় বছর বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারটা ঘুরে-ফিরেই উঠছে এই দুই ফরোয়ার্ডের হাতে। এই দুইজনের বাইরে সর্বশেষ ২০০৭ সালে এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান তাকরা কাকা। কিন্তু তাদের মধ্যে কে সেরাÑ এ নিয়ে বিতর্কের শেষ নেই। এবার এই বিতর্কে অংশ নিলেন স্পেনের হয়ে ইউরো ও বিশ্বকাপ জেতা পুওল। তিনি বলেন, রোনাল্ডো খেলাটির ইতিহাসে সেরাদের একজন। কিন্তু মেসি আরও ভাল। তাদের মাঝে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা খুবই তীব্র। আমি মনে করি, ব্যাপারটা দুইজনেরই উন্নতিতে সাহায্য করেছে। তবে দীর্ঘদিনের সতীর্থ মেসিকেই সেরা হিসেবে বেছে নিয়ে পুওল বলেন, আমার কাছে মেসি সবচেয়ে সেরা। আমি তার সঙ্গে খেলেছি, সে আমাকে অনেক তৃপ্তি দিয়েছে। সে সবসময় উন্নতি করছে। ১০ বছর ধরে ধারাবাহিক নৈপুণ্য দেখাচ্ছে।
×