ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌতুক না দেয়ায় দুই সন্তানের জননী বাড়িছাড়া

প্রকাশিত: ০৫:৪৩, ২০ মে ২০১৭

যৌতুক না দেয়ায় দুই সন্তানের জননী বাড়িছাড়া

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ মে ॥ যৌতুকের দুই লাখ টাকা ও ১৫ শতাংশ জমি লিখে না দেয়ায় মুন্নী বেগম নামের এক গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। গৃহবধূ বর্তমানে ন্যায়বিচারের আশায় দুই সন্তান নিয়ে এ দুয়ার ও দুয়ার ঘুরছে। জানা গেছে, কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের মতলেব সিকদারের ছেলে এসএম আব্বাসের ১২ বছর আগে একই গ্রামের আবদুর রব হাওলাদারের মেয়ে মুন্নীর বিয়ে হয়। ১০ বছরের একটি মেয়ে ও ৫বছরের একটি ছেলেও রয়েছে তাদের। বিয়ের সময় বাবারবাড়ি থেকে মুন্নীকে ১৫ শতাংশ জমি লিখে দেয়া হয়। ওই জমিতেই বসবাস করছেন আব্বাস। ঘর নির্মাণের সময়ও টাকা দিয়ে সহায়তা করেন মুন্নীর বাবা রব হাওলাদার। সম্প্রতি তিনি মুন্নীকে চাপ দিতে থাকেন ওই জমি তার নামে লিখে দেয়ার জন্য। এ ছাড়াও ব্যবসার নামে ২লাখ টাকা যৌতুক দাবি করেন। মুন্নী এতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয়। এ ঘটনায় মুন্নী তার স্বামীর বিরুদ্ধে মামলা করে। বিষয়টি মীমাংসার শর্তে আব্বাস আদালত থেকে জামিনে এসে গত ১৬ এপ্রিল পুনরায় মুন্নীকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন। বর্তমানে মুন্নী দুই সন্তান নিয়ে বিচারের আশায় ঘুরছেন।
×