ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমিখেকো চাচার হাতে ভাতিজি নিহত

প্রকাশিত: ০৫:৪৩, ২০ মে ২০১৭

ভূমিখেকো চাচার  হাতে ভাতিজি নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ মে ॥ জমি সংক্রান্ত বিরোধে বানিয়াচঙ্গের পল্লী সাউথপাড়ায় চাচার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় মার্জিয়া (১০) নামে পঞ্চম শ্রেণীর ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় মার্জিয়ার বাবা মোতালিম মিয়া ও মা ফাতেমা খাতুনও গুরুতর আহত হন। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মোতালিম মিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন। পুলিশ জানায়, দীর্ঘদিন সম্পত্তির একটি অংশ নিয়ে মোতালিম ও তার ভাই ভূমি খেকো মোতাব্বির মিয়ার বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দুই ভাই বাগ্বিত-ায় লিপ্ত হন। এক পর্যায়ে মোতাব্বিরের সঙ্গী দুদু ও মতিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে ভাই মোতালিম ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় মোতাব্বির নিজেই তার হাতের লাঠি দিয়ে শিশু মার্জিয়ার মাথায় সজেরো আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। একই সময় মার্জিয়ার বাবা-মাকেও সন্ত্রাসীরা বেদম মারপিট করলে তারাও গুরুতর আহত হন। অবস্থা বেগতিক দেখে মোতাব্বির ও তার লোকজন সটকে পড়ে। এদিকে ঘটনা আঁচ করতে পেরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মার্জিয়া ও তার বাবাকে রাতেই নিয়ে যায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তার মার্জিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মা ফাতেমাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, মোতাব্বির গ্রামে প্রভাবশালী হিসেবে পরিচিত।
×