ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জন চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪২, ২০ মে ২০১৭

অবৈধ সম্পদ অর্জন  চট্টগ্রামে কাস্টমস  কর্মকর্তা  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে এক কাস্টমস কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে আবদুল মুমিন মজুমদার নামের এ কর্মকর্তাকে তার হালিশহর এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। একই অভিযোগে তার স্ত্রীকেও গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবারটির বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪০ লাখ ২৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। দুদক সূত্রে জানা যায়, আবদুল মুমিন মজুমদার ঢাকা উত্তর রাজস্ব সার্কেল-৪ এ কর্মরত আছেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার আবদুল গনি মজুমদারের পুত্র। কর্মস্থল ঢাকায় হলেও চট্টগ্রাম নগরীর হালিশহর ‘এল’ ব্লকে তার ছয়তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক মোশাররফ হোসেন মৃধা সাংবাদিকদের জানান, কাস্টমস কর্মকর্তা আবদুল মুমিনের স্ত্রী সেলিনা জামানের দেয়া সম্পদ বিবরণী অনুযায়ী তিনি চট্টগ্রামের হালিশহর ‘কে’ ব্লকে ২০০৩ সালের ৩০ ডিসেম্বর একটি আংশিক দালানসহ ৩ কাঠা জমি কিনেন। এরপর তিনি সেখানে ছয়তলা একটি ভবন নির্মাণ করেন, যার ব্যয় উল্লেখ করা হয়েছে ৬৫ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া ঢাকার আর কে মিশন রোডে তার নামে ৭৮০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য তিনি দেখিয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা। ঘোষণা অনুযায়ী তার অর্জিত সর্বমোট সম্পদের মূল্য ৮৯ লাখ ১২ হাজার ৯৮০ টাকা। কিন্তু দুদকের তদন্তে দেখা যায়, সেলিনা জামান ৬ তলা ভবনের অনুমোদন নিয়ে একটি চিলেকোঠাসহ ৮ তলা ভবন নির্মাণ করেছেন। গণপূর্ত বিভাগের অনুসন্ধানী তদন্তে তার ভবনের নির্মাণ ব্যয় হয়েছে ১ কোটি ৫ লাখ ৬৬ হাজার টাকা। সে হিসাবে তিনি ৪৩ লাখ ২৩ হাজার টাকা ব্যয় কম দেখিয়েছেন। এছাড়া তার আরও কিছু অপ্রদর্শিত সম্পদ রয়েছে। দুদক সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে কাস্টমস কর্মকর্তা আবদুল মুমিন মজুমদারের বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা দায়ের হয়েছে।
×