ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী খোকার বিরুদ্ধে ওয়ারেন্ট ॥ আনন্দ মিছিল

প্রকাশিত: ০৫:৪২, ২০ মে ২০১৭

যুদ্ধাপরাধী খোকার  বিরুদ্ধে ওয়ারেন্ট ॥ আনন্দ মিছিল

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৯ মে ॥ বিএনপির দুইবারের সাবেক এমপি ’৭১ সালে আদমদীঘি থানার রাজাকার কমান্ডার আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। এ খবর গণমাধ্যমে জানার পর আনন্দে উল্লসিত হয়ে পড়েছেন এলাকার মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী মানুষ ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতা- কর্মী-সমর্থকরা। সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বলেন, প্রায় ৪৫ বছর ধরে দাম্ভিকতা দেখিয়ে চলা সাবেক মুসলিমলীগার বর্তমানে বিএনপির কেন্দ্রীয় এই নেতা আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়া এবং বিচার প্রক্রিয়া শুরুর প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার রাতে মুক্তিযোদ্ধা সংসদ সান্তাহার পৌর কমান্ড এবং সান্তাহার পৌর আওয়ামী লীগ এক আনন্দ মিছিল এবং দেড়মণ মিষ্টি বিতরণ করে। এছাড়া একই সময়ে আদমদীঘি উপজেলা সদরেও আনন্দ মিছিল ও মুক্তিযোদ্ধাদের মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি যুদ্ধাপরাধী আব্দুল মোমিন তালুকদার খোকার কুশপুতুল পোড়ানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু।
×