ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তদন্তে অগ্রগতি নেই ॥ ধরাছোঁয়ার বাইরে ঘাতকরা

প্রকাশিত: ০৫:৪২, ২০ মে ২০১৭

তদন্তে অগ্রগতি নেই ॥ ধরাছোঁয়ার বাইরে ঘাতকরা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ মে ॥ দেশব্যাপী আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকা-ের ১৪ মাস পূর্ণ হলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে ঘাতকরা। ঘটনার পর থেকে তদন্তকারী সংস্থা একাধিকবার পরিবর্তন হলেও দীর্ঘ এ সময়ে হত্যা রহস্যের কোন কূল-কিনারা হয়নি। ধীরে ধীরে এ মামলার কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে। এদিকে তনুর ডিএনএ পরীক্ষায় তিন ধর্ষকের শুক্রানু পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও এ পর্যন্ত তাদের গ্রেফতার করতে পারেনি তদন্তকারী সংস্থা সিআইডি। ঘাতকদের শনাক্ত করা কিংবা মামলার তদন্তে দৃশ্যমান কোন অগ্রগতি না থাকায় আলোচিত এ হত্যাকা-ের বিচার নিয়ে হতাশ তনুর বাবা-মা ও স্বজনরা। এরপরও তারা খুনীদের বিচারের অপেক্ষায় দিন অতিবাহিত করছেন। জানা গেছে, কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশ গত বছরের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে জঙ্গল থেকে উদ্ধার করা হয়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবির পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি। গত বছরের মে মাসে সিআইডি তনুর জামা-কাপড় থেকে নেয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিন জনের শুক্রানু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল এবং হত্যার আগে তনুকে ধর্ষণ করা হয়েছিল বলে তারা নিশ্চিত হয়েছিল। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি-কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া গুরুত্বপূর্ণ কিছু আলামতের ফরেনসিক রিপোর্ট হাতে আসার পরই আমরা দেশবাসীকে ফলাফল দেখাতে পারব। তদন্তের স্বার্থে এ বিষয়ে আর কোন মন্তব্য করতে চাই না।
×