ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রসূতির মৃত্যু ॥ লাখ টাকায় রফা হলেও মিলল ১৫ হাজার

প্রকাশিত: ০৫:৪২, ২০ মে ২০১৭

প্রসূতির মৃত্যু ॥ লাখ টাকায় রফা হলেও মিলল ১৫ হাজার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ মে ॥ পতœীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার ইসলামীয়া ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার নজিপুর ইউপির বানিল্লা গ্রামের দীপক চন্দ্র কর্মকারের মেয়ে রিনা রানী কর্মকার প্রসব বেদনা নিয়ে বৃহস্পতিবার সকালে ওই ক্লিনিকে ভর্তি হয়। এ সময় ওই ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার রিনাকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুটি পুত্র সন্তানের প্রসব করালেও রোগীর অবস্থা বেগতিক হওয়ায় বিকেলে রোগীকে ক্লিনিকের নিজস্ব মাইক্রোবাসে করে দ্রুত রাজশাহীতে পাঠানোর সময় পথে রিনার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ওই ডাক্তার, ক্লিনিক মালিক এবং রোগীর লোকজনের মধ্যে লক্ষাধিক টাকার বিনিময়ে সমঝোতা হয়। এ বিষয়ে নজিপুর ইউপির চেয়ারম্যান সাদেক উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উক্ত ঘটনায় লক্ষাধিক টাকার বিনিময়ে সমঝোতার কথা থাকলেও শেষ পর্যন্ত রোগীর লোকজনকে মাত্র ১৫ হাজার টাকা দেয়া হয়েছে।
×