ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪১, ২০ মে ২০১৭

টুকরো খবর

১৫ দিন পর গৃহবধূর কঙ্কাল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৯ মে ॥ নিখোঁজের ১৫ দিন পর নদী থেকে শুক্রবার দুপুরে রোজিনা আক্তার মায়া (২৮) নামের এক গৃহবধূর কঙ্কাল উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। ওই গৃহবধূর নিখোঁজের পর পুলিশ তার স্বামী ইলিয়াচ বেপারিকে আটক করেছে। মৃতের মা ঝালকাঠির শেখেরহাটের পিয়ারা বেগম জানান, ৭ বছর আগে তার মেয়ের পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামের সালাম বেপারির ছেলে ইলিয়াচের বিয়ে হয়। ইলিয়াচ-মায়া দম্পতির তিন সন্তান রয়েছে। ইলিয়াচ বিভিন্ন সময় শ্বশুরবাড়ি থেকে টাকার জন্য মায়াকে চাপ এবং মারধর করত। ৪ মে রাতে নিজেদের মধ্যে ঝগড়া-কলহের পর ইলিয়াচ ও মায়া ঘর থেকে বেরিয়ে যায়। এর পর ইলিয়াচ ফিরে এলেও মায়া আর ফিরে আসেনি। পুলিশ সন্দেহজনকভাবে ইলিয়াচকে আটক করে। শুক্রবার স্থানীয়রা মায়ার কঙ্কালটি পিরোজপুর সদর উপজেলার নলবুনিয়া গ্রামের কচা নদীর তীরে দেখে পুলিশে খবর দেয়। এরপর মায়ার মা খবর পেয়ে লাশটি শনাক্ত করে। তিন জেলের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৯ মে ॥ রামগতি উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ তিন জেলের মধ্যে আরেকজন হেলালের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পার্শ¦বর্তী কমলনগর উপজেলার চরফলকন লুধুয়া মাছঘাট এলাকার নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা। নিহত হেলাল রামগতির আলেকজান্ডার ইউনিয়নের চরডাক্তার এলাকার মোস্তফার ছেলে। এ নিয়ে ঝড়ের কবলে নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন খবরটি নিশ্চিত করেছেন। গত সোমবার রাতে রামগতির চরআবদুল্যায় মেঘনায় অকস্মাৎ ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে তিন জেলে নিখোঁজ হয়। এদের তিনজনের মধ্যে গত মঙ্গলবার নুরনবী ও বাগন আলীর লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকে হেলাল। একই রশিতে যুগলের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন প্রেমিক সোহেল হওলাদার (১৯) ও প্রেমিকা জান্নাতুল ফেরদৌস প্রিয়া (১৮)। পুলিশ শুক্রবার বেলা ১১টায় নিহত দুইজনের লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে জেলার মুলাদী উপজেলার ছবিপুর গ্রামে। ওই গ্রামের একটি বাগানের গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা প্রেমিক সোহেল এবং প্রেমিকা প্রিয়ার লাশ দুইজনই বদরুল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। পাঁচ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৯ মে ॥ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় গৌরীপুর-মতলব সড়কের ইছাপুর ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও এসআই রজব আলীর নেতৃত্বে পুলিশ বারিকান্দি গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে হৃদয়, একই গ্রামের আবুল হোসেনের ছেলে আকরাম হোসেন, ডাকখোলা গ্রামের প্রফুল্ল চন্দ্র সরকারের ছেলে ইন্দ্রজিত, একই গ্রামের মোহন সরকারের ছেলে প্রমির চন্দ্র সরকার ও নোয়াগাঁও গ্রামের নুরুল হক ভূঁইয়ার ছেলে সাইফুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করে। কেরানীগঞ্জে অপহৃত শিশু উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৯ মে ॥ কেরানীগঞ্জে অপহরণকারীর হাত থেকে ৩ মাসের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণের অভিযোগে সুমন নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোলামবাজার এলাকার হাবিবুল্লাহর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জানা যায়, মন্দ মান্দাইল এলাকার একটি বাড়িতে শিশুর পরিববার ভাড়া থাকেন। অভিযুক্ত সুমন তাদের বাসার পাশে একটি ফ্রিজের দোকানে কাজ করে। শিশুটির বাবা সাখাওয়াত হোসেন জানান, বুধবার সন্ধ্যায় বাসা থেকে তার ৩ মাসের শিশু সন্তান প্রিন্সকে চুরি করে নেয় অজ্ঞাত দুর্বৃত্ত। এরপর মুঠোফোনে সন্তানকে ফিরে পেতে ২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে ঘটনাটি তিনি র‌্যাবকে জানান। গভীর রাতে বাড়িতে হামলা নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৯ মে ॥ পার্বতীপুরে বৃহস্পতিবার মধ্যরাতে একটি বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা লুটপাট চালিয়ে দেড় লাখ টাকাসহ কয়েক বস্তা জুতা, থানকাপড় মিলে মোট ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামপুর ইউনিয়নের শাকোয়াপাড়া গ্রামে। শুক্রবার সকালে ঘটনাস্থলে গেলে ক্ষতিগ্রস্ত আজিজুল হক জানান, তিনি একজন জুতা ও কাপড় ব্যবসায়ী। স্থানীয় হাটে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আ. হামিদের নেতৃত্বে সংঘবদ্ধ ২০-২৫ সদস্যের দুর্বৃত্ত দল রাত সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত তার বাড়ির লোকজনদের একটি ঘরে আটক করে এ ঘটনা ঘটায়। এছাড়াও বাড়ির ৩০ ফুট প্রাচীর ভেঙ্গে গ্রিলের গেট নিয়ে গেছে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানান ১০ সদস্যের পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে বাড়ির সদস্যদের উদ্ধার করে। ইয়াবাসহ দম্পতি আটক নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৯ মে ॥ ঘাটাইল থানা পুলিশ এক হাজার একশ’ বিশ ইয়াবাসহ মাদক বিক্রেতা স্বামী ও স্ত্রীকে আটক করেছে। শুক্রবার সকালে উপজেলার উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির নগদ তিন হাজার পাঁচশ’ টাকা ও ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঘাটাইল উত্তরপাড়ার পলাশ ও তার স্ত্রী মুক্তা। পুলিশ জানান, ঘাটাইল পৌর শহরের উত্তরপাড়া এলাকার পলাশ ও তার স্ত্রী মুক্তা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিল। শুক্রবার সকালে তাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করে। ধর্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৯ মে ॥ মঠবাড়িয়ার কচুবাড়িয়া গ্রামে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় শুক্রবার বিকেলে মামলা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত শিশু কবির হোসেনকে গ্রেফতার করেছে। জানা গেছে, গত সোমবার সকালে কচুবাড়িয়া গ্রামের হাবিব মোল্লার ছেলে কবির হোসেন প্রতিবেশী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর কথা বলে নদীর তীরে ডেকে নিয়ে যায়। এরপর একটি ঝোপে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। ২৭ সমকামী আটক নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৯ মে ॥ আটিবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে ২৭ সমকামী যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় ‘ছায়ানীড়’ নামে ওই কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে আটক করা হয়। র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ জানান, শুক্রবার ভোরে ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে ২৭ জন সমকামী যুবক ও কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য ও যৌন উত্তেজকসামগ্রী উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সমকামী বলে স্বীকার করেছে। আটককৃতরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়। সুন্দরবনে অজগর অবমুক্ত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রাম থেকে উদ্ধার করা একটি অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন বিভাগ ও স্থানীয় টাইগার সচেতনতা গ্রুপের সদস্যরা শুক্রবার সকালে পাইথন প্রজাতির অজগরটি উদ্ধার করেন। পরে এটি সংরক্ষিত সুন্দরবনের ধাবরী এলাকায় অবমুক্ত করা হয়। অজগরটি ১৪ ফুট দৈর্ঘ্য এবং ২০ কেজি ওজন বলে বন বিভাগ জানায়। ডিএফও সাইদুল ইসলাম জানান, সুন্দরবনসংলগ্ন খুড়িয়াখালী গ্রামের ফুল মিয়ার গোয়ালঘরে বৃহস্পতিবার রাতে অজগরটি দেখা যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগ এবং টাইগার সচেতনতা গ্রুপের সদস্যরা শুক্রবার সকালে এটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন। দশ লাখ চিংড়ি রেণু জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার লাহারহাটে শুক্রবার সকালে ট্রলারযোগে পাচারের সময় ১০ লাখ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। জব্দকৃত রেণু ওইদিন দুপুরে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। কোস্টগার্ডের বরিশাল স্টেশনের চীফ পেটি অফিসার মকবুল হোসেন জানান, চিংড়ি রেণু পোনা পাচার হওয়ার খবর পেয়ে লাহারহাট এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত ট্রলার থেকে ১০ লাখ চিংড়ি রেণু জব্দ করা হয়। অভিযানের পূর্বে ট্রলারের সবাই পালিয়ে যায়।
×