ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে থানাহাজতে আসামির মৃত্যু

প্রকাশিত: ০৫:৪১, ২০ মে ২০১৭

সিলেটে থানাহাজতে  আসামির  মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জৈন্তাপুর থানাহাজতে নজরুল ইসলাম বাবু নামে এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে থানা হাজত থেকে নারী নির্যাতন মামলার এই আসামির লাশ উদ্ধার করে পুলিশ। বাবু জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রামের আবদুর জলির বীরের ছেলে। সে জৈন্তাপুর উপজেলা প্রশাসনে চতুর্থ শ্রেণীর কর্মচারি হিসেবে চাকরিরত ছিল। পুলিশের দাবি, বাবু শুক্রবার ভোরে হাজতের ভেতরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে বাবু মারা গেছেন। স্ত্রীর দায়ের করা একটি নির্যাতন মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার রাত ৩টার দিকে বটেশ্বর এলাকা থেকে নজরুল ইসলাম বাবুকে গ্রেফতার করে পুলিশ। বাবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ বলেন, কম্বল ছিঁড়ে ফাঁস লাগিয়ে নজরুল ইসলাম বাবু শুক্রবার ভোরের দিকে আত্মহত্যা করেন। তাকে কোন রকম নির্যাতন করা হয়নি। থানার ভিডিওফুটেজে এমনটি দেখা গেছে। ঘটনার সময় দায়িত্বে থাকা ডিউটি অফিসারসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
×