ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামিনে মুক্ত হয়ে ছাত্রীর বাবাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৫:৪১, ২০ মে ২০১৭

জামিনে মুক্ত হয়ে ছাত্রীর বাবাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে উত্ত্যক্তের দায়ে সাজাপ্রাপ্ত আসামি জামিনে ছাড়া পেয়ে কলেজছাত্রীর বাবাকে কুপিয়ে আহতের ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে মুজিবরকে প্রধান আসামি করে চিতলমারী থানায় এ মামলা করেন। তবে এখনও পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। চিতলমারী উপজেলার মইজোড়া গ্রামের দবির উদ্দিন শেখের কলেজপড়ুয়া মেয়েকে একই গ্রামের মুজিবর শেখ নামে বখাটে উত্ত্যক্ত করত। দবির উদ্দিন প্রশাসনের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরপর গত ১৭ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুজিবরকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। মুজিবর জামিনে বেরিয়ে এসে বৃহস্পতিবার দুপুরে ১৪-১৫ জনকে সঙ্গে নিয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রীর বাবা দবির উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চিতলমারী হাসপাতাল থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দিয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে বখাটেরা। পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, এ হামলায় ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের আটকের জন্য পুলিশী অভিযান চলছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
×