ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নর্দান ভার্সিটি পরিদর্শনে চীনা প্রতিনিধি

প্রকাশিত: ০৫:৪০, ২০ মে ২০১৭

নর্দান ভার্সিটি পরিদর্শনে  চীনা প্রতিনিধি

বুধবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শনে আসেন চীনের নেনটং কলেজ অব সাইন্স এ্যান্ড টেকনোলজির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল। চীনের প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এনইউবির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেনÑ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার রাশিদুল ইসলাম ও লেঃ কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী, পরিচালক, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়। চীনের প্রতিনিধিদলের লিডার নেনটং কলেজ অব সাইন্স এ্যান্ড টেকনোলজির ফরেন কো-অপারেশন বিভাগের পরিচালক ইয়ান জিন জুনসহ উপস্থিত ছিলেন জো কোয়ান বো, ডাইচেন, ও টং এবং জিং জুন্। চীনের প্রতিনিধিদলের লিডার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভূয়সী প্রশংসা করেন। এ সম্পর্কের মাধ্যমে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে প্রতিবছর ১০০ ছাত্রছাত্রী ফুল স্কলারশিপ নিয়ে চীনের নেনটং কলেজ অব সাইন্স এ্যান্ড টেকনোলজিতে পড়ার সুযোগ পাবে।Ñবিজ্ঞপ্তি
×