ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

টাঙ্গাইলে নির্মাণাধীন গাইডওয়ালে ভাঙ্গন

প্রকাশিত: ০৫:৪০, ২০ মে ২০১৭

টাঙ্গাইলে নির্মাণাধীন গাইডওয়ালে ভাঙ্গন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৯ মে ॥ নাগরপুরে সড়ক ও জনপথ বিভাগের অধিনে নির্মাণাধীন গাইডওয়ালের কাজ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদার অনিয়মের আশ্রয় নিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই গাইডওয়ালের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে নাগরপুর উপজেলার তেবাড়িয়া বাজারের দক্ষিণ পাশ থেকে ঘুনিপাড়া কবরস্থান পর্যন্ত ১৫শ’ মিটার গাইডওয়াল নির্মাণ কাজের কার্যাদেশ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এইচ ট্রেডিং কর্পোরেশনকে দেয়া হয়। যার প্রাক্কলিত ব্যয় ৯ কোটি টাকা। কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করার প্রথমদিক থেকেই নিম্নমানের ইট, বালু, সিমেন্ট, পাথর আনতে শুরু করে। আর এ কারণেই কাজ চলমান থাকা অবস্থায় গাইডওয়ালের ঘুনিপাড়া মাঠসংলগ্ন অংশের ১০০ মিটার ভেঙ্গে পড়ে। এছাড়া ঘুনিপাড়া ব্রিজ সংলগ্ন তিনটি জায়গায় ফাটল দেখা দেয়। এ কারণে কাজের মান নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আলম খান, সিরাজুল ইসলাম, আবুল হোসেন, সেলিম খান বলেন, দরপত্রের শর্তাবলীর তোয়াক্কা না করে ঠিকাদার ইচ্ছামতো নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে যাচ্ছে। যার ফলে গাইডওয়ালের আজ এই অবস্থা। ঠিকাদার সড়ক ও জনপথের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে নিম্নমানের কাজ করে নিজের পকেট ভারি করেছে। সরজমিনে ঠিকাদার প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য কোন কর্মচারী না পাওয়া গেলেও কথা হয় মিক্চার মেশিনম্যান সোহেল মিয়ার সঙ্গে। তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা স্বীকার করে বলেন, আমি ছোট মানুষ আমাকে যে ধরনের নির্মাণ সামগ্রী দেবে আমি তাই ব্যবহার করব। এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি অবান্তর বলে মন্তব্য করে বলেন, আমি সরেজমিন ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করেছি। মূলত গাইডওয়ালের পাশে মাটি কাটায় এবং অতিরিক্ত বৃষ্টির কারণে গাইডওয়ালের বেজের মাটি সরে গিয়ে ফাটল দেখা দিয়েছে।
×