ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিটিভিতে আজ ‘পরিবর্তন’

প্রকাশিত: ০৫:৩৭, ২০ মে ২০১৭

বিটিভিতে আজ ‘পরিবর্তন’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভির নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর ১২তম পর্ব আজ শনিবার রাত ১০টার ইংরেজী সংবাদের পর প্রচার হবে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’ পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। শিল্পী কলা-কুশলী সর্বোপরি দর্শকদের ভালবাসা পূর্ণ হয়েছে পরিবর্তনের এক বছর। বর্ষপূর্তির এই পর্বটিতে বিভিন্ন সেগমেন্টে বার বিষয়ক বেশ কিছু বিষয় স্থান পেয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে জাহিদ আকবরে ১২ বিষয়ক বিভিন্ন কথার একটি গানের সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীতশিল্পী সুজন আরিফ। গানটি গেয়েছেন কর্ণিয়া, খেয়া, নাজু আখন্দ, বেলী আফরোজ, লুইপা, বৃষ্টি জাহান, লোপা হোসাইন, আর্নিক, টিনা মুস্তারী, নওরীন, লাবণ্য এবং রেশমা সুইটি। মা দিবস উপলক্ষে সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহমেদ ইউসুফ সাবেরের লেখা, বাসুদেব ঘোষের সুর ও সঙ্গীতে একটি গান গেয়েছেন কণা। নিজের লেখা ও সুর করা শ্রোতাপ্রিয় ‘ঝুম’ গানটি পরিবেশন করেছেন মিনার রহমান। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে দীর্ঘদিন পর নৃত্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, নৃত্যশিল্পী সোহানা সাবা। সঙ্গে রয়েছে নৃত্যভূমির একঝাঁক নৃত্যশিল্পী। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতায় ১২ বিষয়টিকে প্রাধান্য দিয়ে করা বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে। সমাজের নানা অসঙ্গতি ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ তুলে ধরা হয়েছে। অভিনয় করেছেন-দিলু খান, মামুনুল হক টুটু,আফরোজা হাসান, শিরীন বকুল, কাদরী, শাহীন খান, লিটন খন্দকার, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নয়ন, শিউলী শিলা, শ্যামলী, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র, মতিউর রহমান, জাহাঙ্গীর, আল আমিন, সুমন, শিল্প প্রমুখ।
×