ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কানে নজর কাড়লেন দীপিকা

প্রকাশিত: ০৫:৩৭, ২০ মে ২০১৭

কানে নজর কাড়লেন দীপিকা

সংস্কৃতি ডেস্ক ॥ কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে বুধবার। বাণিজ্য নয়, শিল্পের মানদ-ে উত্তীর্ণ হওয়াটাই যেখানে আসল পরীক্ষা। সেই কানে মুল আলোচনায় কোন চলচ্চিত্র স্বর্ণপাম জিতবে। ফল জানা যাবে ২৮ মে। এদিকে চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে আসরে প্রথম লালগালিচায় পা রাখলেন দীপিকা পাড়ুকোন। আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ড লরিয়েলের পণ্যদূত হিসেবে প্রথমবারের মতো কান চলচ্চিত্র আসর মাত করলেন তিনি। কান আসরের লালগালিচায় গাঢ় বেগুনী রঙের সাজ-পোশাকে দেখা গেছে দীপিকাকে। বিশ্বনন্দিত পোশাক প্রস্তুতকারক সংস্থা মারকেসার নকশাদার গাউনে দীপিকা ছিলেন অনবদ্য। পোশাকের সঙ্গে মিলিয়ে আঙুলে পরেছিলেন ডি গ্রিসগোনোর পাথুরে নকশার চমৎকার এক আংটি। পায়ে ছিল জিমি চুর উঁচু হিল। এমনই বেশে লাল গালিচায় আবির্ভূত হওয়া মাত্রই আসরের সব আলো কেড়ে নেন। এ সময় দীপিকার চারপাশ ঘিরে ছিল নিরপত্তা রক্ষীরা। কানের প্রথম দিনেই এভাবেই উপস্থিত হোন বিশ্বতারকায় পরিণত হতে যাওয়া এ ভারতীয় অভিনেত্রী! এদিকে ফ্রেঞ্চ রিভিয়েরা যখন জমতে শুরু করেছে তারকাদের ভিড়, তখন চলচ্চিত্রপ্রেমীদের চোখ উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হওয়া চলচ্চিত্রগুলোর দিকে। কোন চলচ্চিত্র জিতবে স্বর্ণপাম; কোনটিই বা জন্ম দেবে নতুন কোনো আলোচনার? এবারের আসরে প্রদর্শনের জন্য নির্বাচিত হওয়া কয়েকটি চলচ্চিত্রের মধ্যে ‘ওয়ান্ডার স্ট্রাক’, ‘দ্য বিগাইল্ড’, ‘হ্যাপি এন্ড’, ‘ট্রুথ টু পাওয়ার’, ‘সি সরো’ অন্যতম । ‘ওয়ান্ডার স্ট্রাক’ : ১০২৭-১৯৭৭ সালের পটভূমিতে নির্মিত এতে দু’জন ব্যতিক্রমী শিশুর গল্প বলা হয়েছে। টড হেইনিস পরিচালিত এ চলচ্চিত্রটি ১৮ মে কান উৎসবে প্রথম প্রদর্শিত হয়। এই চলচ্চিত্রে জুলিয়ান মুর, মিশেল উইলিয়ামসদের মতো তারকারা অভিনয় করেছেন। ‘দ্য বিগাইল্ড’ : অস্কারজয়ী চিত্রনাট্যকার ও পরিচালক সোফিয়া কপোলার এ চলচ্চিত্রটি ডন সাইগেল পরিচালিত ১৯৭১ সালের চলচ্চিত্র ‘দ্য বিগাইল্ড’য়ের পুনঃনির্মাণ। এতে মার্কিন গৃহযুদ্ধের যৌন নিগ্রহের গল্প বলা হয়েছে। ১৯৭১ এর চলচ্চিত্রের সঙ্গে ২০১৭’য়ের চলচ্চিত্রের প্রধান পার্থক্য হলো এবারে প্রথমবারের মতো একজন নারীর দৃষ্টিকোণ থেকে স্পর্শকাতর এ বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে। নিকোল কিডম্যান, ক্রিস্টেন ডান্সট, কলিন ফেরেলের মতো তারকাদের দেখা মিলবে এ চলচ্চিত্রে। ‘হ্যাপি এন্ড’ : অস্ট্রেলীয় নির্মাতা মাইকেল হ্যানাকে পরিচালিত এ চলচ্চিত্রটি এবারের আসরের স্বর্ণপামের জন্য প্রতিযোগিতা করছে। পশ্চিমাদেশের শরণার্থী সমস্যা নিয়ে নির্মিত এতে অভিনয় করছেন বিখ্যাত ফরাসী অভিনেত্রী ইসাবেল হাপার্ট। এ চলচ্চিত্রের জন্য তৃতীয়বারের মতো স্বর্ণপাম জিততে পারেন মাইকেল হ্যানাকে-এমনটাই মনে করছেন অনেকে! এ্যান ইনকনভিনিয়েন্ট সিক্যুয়েল : ‘ট্রুথ টু পাওয়ার’ : বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে নির্মিত এ তথ্যচিত্রটি ২০০৬ সালে নির্মিত ‘এ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ’য়ের নতুন কিস্তি। বনি কোহেন ও জন শেঙ্ক-এর এই তথ্যচিত্রে উঠে সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট আল গোরের জলবায়ু পরিবর্তন বিরোধী কর্মসূচির কথা। ‘সি সরো’ : অস্কার ও স্বর্ণপাম জয়ী অভিনেত্রী ভেনেসা রেডগ্রেভ পরিচালিত ‘সি সরো’ চলচ্চিত্রটি প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে কান উৎসবে। এ চলচ্চিত্রের শরণার্থী সমস্যার কথা উঠে এসেছে।
×