ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাওড়ের দুর্গতদের সহায়তায় ‘কঞ্জুস’ নাটকের বিশেষ প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৩৭, ২০ মে ২০১৭

হাওড়ের দুর্গতদের সহায়তায় ‘কঞ্জুস’ নাটকের বিশেষ প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ অকাল বর্ষণ ও বন্যায় ফসল তলিয়ে যাওয়া হাওড়ের সর্বস্ব হারানো কৃষক পরিবারের সহায়তায় বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত প্রযোজনা ‘কঞ্জুস’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে। লোকনাট্য দলের অন্যতম জনপ্রিয় এই প্রযোজনাটি আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে। এ দিন দর্শকনন্দিত এই নাটকটির ৬৯৪তম মঞ্চায়ন করা হবে। হাওড়ের উন্নয়নমূলক সংগঠন ‘সেইভ শাল্লা’ এবং লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) দুর্গত মানুষের সেবায় যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। ফরাসী নাট্যকার মলিয়েরের বিখ্যাত ‘দ্য মাইজার’ অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত ‘কঞ্জুস’ নাটকের নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। দুর্গত মানুষের সহায়তার লক্ষ্যে অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন স্বদেশ দাসগুপ্ত, জিয়াউদ্দিন শিপন, রুবেল শংকর, আজিজুর রহমান সুজন, মাসুদ সুমন, ইশিতা, মুমু মাসউদ, প্রিয়াংকা, জুলফিকার আলী বাবু, মূসা রুবেল প্রমুখ। ‘কঞ্জুস’ নাটকের পোশাক পরিকল্পনা করেছেন এনাম তারা সাকি ও কৃষ্টি হেফাজ, আলো ও মঞ্চ পরিকল্পনা জুনায়েদ ইউসুফ। নির্দেশনার পাশাপাশি নাটকের সঙ্গীত পরিকল্পনাও করেছেন লিয়াকত আলী লাকী। বিশেষ প্রদর্শনীর অগ্রিম টিকেট পাওয়া যাবে নাটক সরণির (বেইলি রোড) সাগর পাবলিশার্স এবং টিএসসি চত্বর এবং প্রদর্শনীর দিন বিকেল ৪টা থেকে জাতীয় নাট্যশালার টিকেট কাউন্টারে। প্রদর্শনী থেকে অর্জিত সমুদয় অর্থ দুর্গত কৃষক পরিবারের সহায়তায় গঠিত সেইভ শাল্লার তহবিলে প্রদান করা হবে। দেশের ইতিহাসে সর্বাধিক মঞ্চায়িত এই নাটকটি ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মোনাকোতে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে দর্শক সমালোচকদের প্রশংসার পাশাপাশি অর্জন করেছে কয়েকটি পুরস্কার।
×