ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোদির মতো নেতা তৈরিতে কোর্স চালু!

প্রকাশিত: ০৫:৩৬, ২০ মে ২০১৭

মোদির মতো  নেতা তৈরিতে  কোর্স চালু!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো ‘নেতা’ তৈরির জন্য এবার কোর্স চালু করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) ঘনিষ্ঠ একটি প্রতিষ্ঠান। সংঘ ও বিজেপির প্রয়াত নেতা রামভাউ মালগির নামে তৈরি মহারাষ্ট্রের এই প্রতিষ্ঠান আগস্ট মাস থেকে নয় মাসের আবাসিক কোর্স চালু করতে চলেছে। খবর আনন্দবাজার পত্রিকার। যে কোনও বিষয়ের স্নাতকেরা এই স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এই কোর্সের জন্য আড়াই লাখ গুণতে হবে। বৃহস্পতিবার থেকেই আবেদন নিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর কর্ণধার হলেন বিনয় সহস্রবুদ্ধে। সরসংঘচালক মোহন ভাগবতের ঘনিষ্ঠ নেতা নিতিন গডকড়ী দলের সভাপতি থাকার সময়েই বিনয়কে বিজেপির কেন্দ্রীয় টিমে নিয়ে এসেছিলেন। অমিত শাহের জমানাতেও তিনি দলের সহ-সভাপতি পদে রয়েছেন। বিনয় বলেছেন, সব বিষয়ে কোর্স আছে। কিন্তু ভাল নেতা কী করে হওয়া যায় তা নিয়ে কোনও পাঠ্যক্রম নেই।
×