ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে প্রেসিডেন্টের অভিশংসন দাবিতে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৩৫, ২০ মে ২০১৭

ব্রাজিলে প্রেসিডেন্টের অভিশংসন দাবিতে ব্যাপক বিক্ষোভ

ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তিমারের অভিশংসনের দাবিতে রাজধানী ব্রাসিলিয়া এবং বৃহত্তম শহর সাও পাওলোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তিমার দুর্নীতি তদন্তে এক সম্ভাব্য সাক্ষীকে চুপ করাতে ঘুষ দেয়ার অনুমোদন দিয়েছিলেন। ব্রাজিলের প্রভাবশালী সংবাদপত্র ও গ্লোবোতে সাক্ষীর মুখ বন্ধ করার কথিত এ চেষ্টা নিয়ে খবর বের হয়েছে। অনিয়ম-দুর্নীতির জেরে ক্ষমতা হারানো দিলমা রুসেফের পর প্রেসিডেন্টের দায়িত্বে আসা তিমার এই প্রথম এমন চাপে পড়লেন। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, একজন জ্যেষ্ঠ ব্যবসায়ীর সঙ্গে তিমারের কথোপকথনের রেকর্ড রয়েছে তাদের কাছে। -এএফপি
×