ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপান সম্রাট আকিহিতোর ক্ষমতা ছাড়ার বিল মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: ০৫:৩৫, ২০ মে ২০১৭

জাপান সম্রাট আকিহিতোর ক্ষমতা ছাড়ার বিল মন্ত্রিসভায় অনুমোদন

জাপানের মন্ত্রিসভা একটি বিল অনুমোদন করেছে, যেটি পাস হলে সিংহাসন ছাড়তে পারবেন সম্রাট আকিহিতো। এ বিল অনুমোদনের ফলে জাপানে প্রায় দুই শতাব্দীর ইতিহাসে এই প্রথম কোন সম্রাটের জীবদ্দশায় সিংহাসন ছাড়ার পট প্রস্তুত হলো। ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো গত বছরের আগস্টে বয়স ও রুগ্ন স্বাস্থ্যের কারণে ঠিকমতো দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে সিংহাসন ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু জাপানের বিদ্যমান আইনে সম্রাটের সিংহাসন ত্যাগ করা কিংবা ক্রাউন প্রিন্স নারুহিতোকে ক্ষমতা দেয়ার কোন বিধান না থাকায় বিষয়টি ঝুলেছিল। শুক্রবার এ সংক্রান্ত বিল মন্ত্রিসভায় অনুমোদন করার পর এখন পার্লামেন্টে এটি পাস হলে আকিহিতো ক্ষমতা ছাড়তে পারবেন। সম্রাট আকিহিতোর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে। তার প্রোস্টেট ক্যান্সারও রয়েছে। ১৯৮৯ সালে বাবা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে আসীন হয়েছিলেন আকিহিতো। জাপানীদের কাছে তিনি খুবই জনপ্রিয় এবং সম্মানিত একজন সম্রাট। জাপানের গণমাধ্যম জানায়, মন্ত্রিসভা সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগসংক্রান্ত বিল অনুমোদন করে জানিয়েছে, তার ইচ্ছা পূরণের জন্য জনগণের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া গেছে। গণমাধ্যম আরও জানায়, আকিহিতো সিংহাসন ছাড়ার পরপরই তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেবেন ক্রাউন প্রিন্স নারুহিতো। তবে একই আইনে তিনি বা তার উত্তরসূরি সিংহাসন ছাড়তে পারবেন না। সরকার আকিহিতোর সিংহাসন ছাড়ার দিনক্ষণ এখনও ঠিক না করলেও গণমাধ্যমগুলো বলছে, এটি হতে পারে ২০১৮ সালের ডিসেম্বরের দিকে। ১৮১৭ সালে সম্রাট কোকাকুর পর জাপানের আর কোন সম্রাটই জীবদ্দশায় সিংহাসন ত্যাগ করেননি। এদিক থেকে আকিহিতোই প্রথম দায়িত্ব ছাড়ছেন। বর্তমানে রাজপরিবারে সিংহাসনের উত্তরাধিকার হতে পারবেন এমন মাত্র চারজন পুরুষ জীবিত রয়েছেন। তাদের দুজন হলেন রাজা আকিহিতোর মাঝ বয়সের দুই ছেলে। এছাড়া আছেন আকিহিতোর অশীতিপর ভাই এবং আকিহিতোর ছোট ছেলের ১০ বছর বসয়ী ছেলে প্রিন্স হিসাহিতো। Ñবিবিসি
×