ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নৌপ্রধান

প্রকাশিত: ০৫:৩৩, ২০ মে ২০১৭

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নৌপ্রধান

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী ও ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন (আইএমডিইএক্স) এশিয়া ২০১৭ মহড়ায় অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা তাকে স্বাগত জানান। সফরকালে নৌপ্রধান ইন্টারন্যাশনাল মেরিটাইম রিভিউ ৫ম ইন্টারন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কনফারেন্স (আইএমএসসি) এ যোগদান করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ফার্স্ট সী লর্ড এডমিরাল ফিলিপ জোন্স, ডেনমার্কের নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল ফ্রাঙ্ক ট্রোজান ও সিঙ্গাপুর নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল লাই চুং হ্যান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। উক্ত মহড়া ও সামরিক প্রদর্শনীতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ স্বাধীনতা অংশগ্রহণ করে। মহড়ায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, গ্রীস, আরব আমিরাতসহ ১৮টি দেশের ২৭টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধানগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশ নেয়। -আইএসপিআর
×