ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপিকে শেখ সেলিম

নির্বাচনের আগে আলোচনায় বসতে হবে- এমন কথা সংবিধানে নেই

প্রকাশিত: ০৫:২৩, ২০ মে ২০১৭

 নির্বাচনের আগে আলোচনায় বসতে হবে- এমন কথা সংবিধানে নেই

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপির উদ্দেশে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে আসবেন, নইলে না আসবেন। সংবিধানের কোথাও নেই, নির্বাচনের আগে আলোচনায় বসতে হবে। যে দলের ইচ্ছা হবে, সেই দল নির্বাচন করবে। বিএনপি নির্বাচনে না আসলে তাদের অবস্থা হবে মুসলীম লীগের মতোই। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। বিএনপি শাসনামলের বিভিন্ন অপকর্মের ঘটনা তুলে ধরে শেখ সেলিম বলেন, সহায়ক সরকার বলে কোন সরকার সংবিধানে নেই। আগে ছিল তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়কের কথা বলে নির্বাচনের আগে ও পরে বিএনপি সারাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে। পেট্রোল বোমায় দেড়শ’ লোককে হত্যা করেছে। প্রায় ৫শ’ লোক এখনও মানবেতর জীবনযাপন করছে। এসব ঘটনা ঘটিয়ে বিএনপি নেত্রী (খালেদা জিয়া) মানবতাবিরোধী অপরাধ করেছেন। এ কারণে তার বিচার হবে। ৪৬ বছর পর যদি মানবতাবিরোধীদের বিচার হয়ে থাকে, তাহলে খালেদা জিয়ারও এই হত্যাকা-ের জন্য বিচার হবে। শেখ সেলিম আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার কস্মিন কালেও আর কোনদিন আসবে না। কোন অনির্বাচিত সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না। এটা সুপ্রীমকোর্টের রায়ে বলা আছে। সংবিধানে আছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আগামী নির্বাচনের সময় সহায়ক সরকার থাকবেন। অন্য কোন সরকার হবে না। তাঁর অধীনেই নির্বাচন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে বিএনপির নেতাদের আলোচনার আহ্বান নাকচ করে দিয়ে তিনি বলেন, কার সঙ্গে কীসের আলোচনা? যারা মানুষ হত্যা করে তাদের সঙ্গে আলোচনা? যারা জঙ্গীদের প্রশ্রয় দেয় তাদের সঙ্গে আলোচনা? সংবিধানের কোথাও নেই নির্বাচনের আগে আলোচনায় বসতে হবে। নির্বাচনের আগে নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করবে। যে দলের ইচ্ছা সে দল যদি নির্বাচন করতে চায়, তাহলে তারা করবে। ঢাকা মহানগর ছাত্রলীগের দক্ষিণের সভাপতি বায়োজিদ আহমেদ খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
×