ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মোবাইল চার্জার বিস্ফোরণ দগ্ধ ৩

প্রকাশিত: ০৮:১৫, ১৯ মে ২০১৭

রাজধানীতে মোবাইল চার্জার বিস্ফোরণ দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তুরাগের ধৌর এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হল, শাকিল মলিক (৩৫), তার স্ত্রী রেখা মলিক (২৮) ও তাদের আড়াই বছরের ছেলে আবু জাহের। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, তিন জনেরই শ্বাসনালি পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে শাকিলের শরীরের ৪৫ শতাংশ, স্ত্রী রেখার ৩৩ শতাংশ এবং ছেলে আবু জাহেরের ২২ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অজ্ঞাত যুবককে জবাই খিলগাঁওয়ে এক অজ্ঞাত যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। তুরাগে মোবাইল চার্জার বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোরেরদিকে পুলিশ খিদমাহ হাসপাতালের পাশ থেকে অজ্ঞাত (২৬) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের পরনে নীল ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট ছিল।
×