ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৬:২৩, ১৯ মে ২০১৭

বিজ্ঞান কণিকা

স্মল্ট স্পিকার খাবার টেবিলে থাকা লবণদানির আদলে তৈরি স্পিকারটি থেকে লবণ নেয়ার পাশাপাশি গানও শোনা যাবে। চাইলে বিভিন্ন রঙের আলোও জ্বালানো যাবে। ‘স্মল্ট’ নামের ব্লুটুথ প্রযুক্তির স্পিকারটি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। থ্রিডি সেন্সিং ক্যামেরা! ভিডিও করার সময় ঘরের চারপাশে কোন ব্যক্তি বা প্রাণী নড়াচড়া করলেই মালিককে সতর্ক করবে ‘লাইটহাউস’ নামের নিরাপত্তা ক্যামেরা। এ্যানড্রয়েড ও আইওএস এ্যাপ সুবিধার স্মার্ট ক্যামেরাটি থ্রিডি সেন্সিং প্রযুক্তি কাজে লাগিয়ে ভিডিওতে নড়াচড়া শনাক্ত করে ওয়াইফাই ইন্টারনেটের মাধ্যমে দূরে থাকা ব্যক্তিকে তথ্য জানাতে পারে। নাইটভিশন ও থ্রিডি সেন্সরসুবিধার ক্যামেরাটি প্রয়োজনে সাইরেন বাজিয়ে আশপাশের মানুষকে সতর্কও করতে পারে। মাইক্রোফোন ও স্পিকার সুবিধার ক্যামেরাটি কিনতে গুনতে হবে ৩৯৯ ডলার। গাড়িচালকদের ভাষান্তর সুবিধা বিভাষী গাড়িচালকদের গন্তব্যের দিকনির্দেশনা দেয়া বেশ কঠিন। আর তাই ভিন্ন ভাষাভাষী আরোহীদের জন্য নিজেরাই পুরোদস্তুর এ্যাপ তৈরি করেছে চীনের ভাড়ায় গাড়ি সেবা পরিচালনকারী প্রতিষ্ঠান ‘দিদি চক্সিং’। যাত্রীদের ইংরেজীতে লেখা এসএমএস বার্তা দ্রুত চীনা ভাষায় রূপান্তর করতে পারে এ্যাপটি। চাইলে যাত্রাপথে চালকদের কাছ থেকে বিভিন্ন তথ্যও জানতে পারবেন আরোহীরা। সূত্র : বিবিসি রোবট ড্রাইভার গাড়ি চালাতে ক্লান্ত লাগছে? স্যুটকেস থেকে ঝটপট রোবট ড্রাইভার বের করে চালকের আসনে বসিয়ে দিলেই সমাধান মিলবে। মানুষের আদলে তৈরি ১৫ কেজি ওজনের রোবটটির দাম এক হাজার ৬০০ ডলার। একাধিক ক্যামেরা ও সেন্সর সুবিধার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবটটি যে কোন মডেলের গাড়ি চালাতে পারে। সূত্র : ডেইলি মেইল
×