ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইটিএফ টেনিস

বালক বিভাগের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২০, ১৯ মে ২০১৭

 বালক বিভাগের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে চলমান আইটিএফ এশিয়ান টেনিস অনুর্ধ-১২ বছর দলগত টেনিস প্রতিযোগিতায় বালক বিভাগে ফাইনালে উন্নীত হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশ বালক দল ৩-০ ব্যবধানে ভুটানকে হারায় এবং বাংলাদেশ বালিকা দল ০-৩ ব্যবধানে ভারতের কাছে হেরে যায়। বালক এককের প্রথম ম্যাচে বাংলাদেশের রুম্মন হোসেন জয়ী হন। দ্বিতীয় এককে মেহেদী হাসান আলভি জয়ী হয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। দ্বৈতে রুম্মন ও আলভি জুটি জয়ী হয়ে ম্যাচের ব্যবধান ৩-০তে নিয়ে আসেন। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ বালক দল কাজাখস্তানে অনুষ্ঠিতব্য আইটিএফ এশিয়ান অনুর্ধ-১২ দলগত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হলো। অপরদিকে বালিকা এককের খেলায় ভারত দলের বিরুদ্ধে বাংলাদেশের সাদিয়া আফরিন প্রথম এককে এবং মাসফিয়া আফরিন দ্বিতীয় এককে হেরে যায়। তৃতীয় খেলায় দ্বৈতে বাংলাদেশের সাদিয়া ও দ্বীপান্বিতা মিত্র জুটি হেরে যায়। আজ শুক্রবার বাংলাদেশের বালক দল নেপালের বিরুদ্ধে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বাংলাদেশের বালিকা দল তৃতীয় স্থান নির্ধারণী খেলায় নেপালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এশিয়ান কন্টিনেন্টাল দাবায় রাজীবের জয় স্পোর্টস রিপোর্টার ॥ চীনের চেঙ্গডুতে অনুষ্ঠানরত বিশ^কাপ দাবা এবং বিশ^ মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়িং ইভেন্টস এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের সপ্তম রাউন্ডের খেলা শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৭ খেলায় ৪ পয়েন্ট ও গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ৭ খেলায় ৩ পয়েন্ট পেয়েছেন। মহিলা বিভাগে সপ্তম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ৭ খেলায় দেড় পয়েন্ট এবং ফিদেমাস্টার নাজরানা খান ইভা কোন পয়েন্ট পাননি। বৃহস্পতিবার রাজীব চীনের গ্র্যান্ডমাস্টার ঝাউ জিয়ানচাওকে হারান। রাকিব ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার গঞ্জালেস জায়সনের সঙ্গে ড্র করেন।
×