ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে চট্ট. আবাহনী, চট্টগ্রাম আবাহনী ২-১ আরামবাগ;###;ফেডারেশন কাপ ফুটবল

আরামবাগের হারে শেষ আটে মোহামেডান

প্রকাশিত: ০৬:২০, ১৯ মে ২০১৭

আরামবাগের হারে শেষ আটে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ খেলা হয়েছে জ্যৈষ্ঠের প্রখর রোদে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই প্রবাদটি স্মরণ করে চিত্তসুখ পেতেই পারে ... কারও পৌষ মাস, কার সর্বনাশ।’ ওয়ালটন ফেডারেশন কাপে গ্রুপ ‘সি’ তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে (শেখ জামাল-শেখ রাসেল ম্যাচটি অনিবার্য কারণবশত অনুষ্ঠিত হয়নি। ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে) চট্টগ্রাম আবাহনী লিমিটেড ২-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। আরামবাগের এই হারে কপাল খুলেছে মোহামেডানের। আর এই জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে বন্দরনগরীর দলটি। এই হারে গ্রুপ থেকেই বিদায় নিল এই আসরের গতবারের রানার্সআপ আরামবাগ। আর তিন পয়েন্ট থাকায় গ্রুপ রানার্সআপ হিসেবে মোহামেডানও উঠলো শেষ আটে। গ্রুপ ‘সি’তে নিজেদের প্রথম ম্যাচ হেরে বেকায়দায় ছিল আরামবাগ। শেষ আটে যাওয়ার লড়াইয়ে ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল চট্টগ্রাম আবাহনী। গ্রুপের অপর দল মোহামেডানও ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল আরামবাগের চেয়ে। তবে জিতলে কোয়ার্টারে যাবার পথ খোলা ছিল তাদের। তবে সেই সমীকরণের পথে তাদের যাওয়ার কোন সুযোগই দিল না চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৩৪ মিনিটে ম্যাচে লিড নেয় আবাহনী। জাহিদের কর্নার বক্সে হেড করেন তার এক সতীর্থ বক্স থেকে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড ওলাদিপু (১-০)। ৩৬ মিনিটে সমতায় ফেরে আরামবাগ। প্রায় মাঝমাঠ থেকে একাই বল নিয়ে আবাহনীর বক্সে ঢুকে পড়েন আরামবাগের জঁ জুলস ইকাঙ্গা। প্রায় ফাঁকা পোস্ট পেয়ে বাঁ পায়ের কৌণিক শটে গোল করেন ক্যামেরুনিয়ান এই মিডফিল্ডার (১-১)। ৬১ মিনিটে এলিসন উদোকার গোলে ব্যবধান বাড়ায় চট্টগ্রাম আবাহনী (২-১)। আর এই গোলেই জয় নিশ্চিত হয় বন্দরনগরী দলটির।
×