ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান কাপে জুভেন্টাসের হ্যাটট্রিক

প্রকাশিত: ০৬:১৯, ১৯ মে ২০১৭

ইতালিয়ান কাপে জুভেন্টাসের হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান কাপে আবারও চ্যাম্পিয়ন জুভেন্টাস। বুধবার টুর্নামেন্টের ফাইনালে তারা ২-০ গোলে হারায় ল্যাযিওকে। সেইসঙ্গে টানা তিনবার ইতালিয়ান কাপের শিরোপা জয়ের স্বাদ পায় ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। এই জয়ের ফলে ইউরোপিয়ান ট্রেবল জয়ের পথে একধাপ এগিয়ে গেল তারা। জুভেন্টাসের সামনে এখন ইতালিয়ান সিরি’এ লীগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের হাতছানি। বিশ্ব ক্লাব ফুটবলে রাজত্ব চলছে জুভেন্টাসের। ইতালিয়ান সিরি’এ লীগে তো শেষ পাঁচবার টানা চ্যাম্পিয়ন হয়েছে তারা। জুভদের সামনে এখন সিরি’এ লীগে রেকর্ড ষষ্ঠ স্কুডেট্টো জয়ের হাতছানি। শুধু তাই নয়, ইউরোপ সেরার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালেও জায়গা করে নিয়েছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। আগামী ৩ জুন কার্ডিফে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলেই ইউরোপিয়ান ট্রেবল জয়ের মাইলফলক স্পর্শ করবে জিয়ানলুইজি বুফনের দল। তার আগেই বুধবার রেকর্ড ১২তম ইতালিয়ান কাপ জয়ের স্বাদ পেল জুভেন্টাস। নিজেদের মাঠে এদিন ল্যাযিওকে স্বাগত জানায় জুভেন্টাস। ল্যাযিও’র বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। এই ম্যাচেও আলো ছড়িয়েছেন ফর্মের তুঙ্গে থাকা দানি আলভেজ। ম্যাচ শুরুর ১২ মিনিটে তার গোলেই প্রথম এগিয়ে যায় জুভেন্টাস। দুর্দান্ত এক গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসার উপলক্ষ এনে দেন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের বয়স যখন ২৪ মিনিট তখনই গোল ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো বোনুচ্চি। এর ফলে ২ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোন দলই গোল করতে পারেনি। যে কারণে ২-০ গোলের জয়ে মৌসুমের প্রথম শিরোপা উঁচিয়ে ধরেন জুভেন্টাসের খেলোয়াড়রা। ইতালিয়ান কাপের শিরোপা নিজেদের শোকেসে তুলে ইউরোপিয়ান ট্রেবল জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে জুভেন্টাস। তবে চ্যাম্পিয়ন্স লীগের আগে এ্যালেগ্রির চোখ এখন সিরি’এ লীগে। পরের ম্যাচেই শিরোপা নিশ্চিত করতে চায় তারা। যেখানে জুভেন্টাসের প্রতিপক্ষ ক্রোতন। ইতালিয়ান কাপ জয়ের পরই জুভেন্টাসের অভিজ্ঞ কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি বলেন, ‘ক্রোতনের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে। তাই সমর্থকদের পাশে চাই আমরা। আমাদের আর মাত্র একটি জয়ের প্রয়োজন। তাই রবিবারের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ল্যাযিও’র বিপক্ষে যেভাবে খেলেছি সেই ম্যাচেও ঠিক এমনটাই প্রদর্শন করতে চাই।’ রবিবারের ম্যাচের আগে এই জয় আমাদের আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিয়েছে। লীগ শিরোপা জয়ের জন্যই এখন মুখিয়ে রয়েছি আমরা। ল্যাযিও’র বিপক্ষে ম্যাচে ছেলেরা অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছে। বিশেষ করে কৌশলগত এবং রক্ষণাত্মক পারফর্মেন্সের বিচারে দারুণ খেলেছে তারা।’ ল্যাযিও’র বিপক্ষে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করা লিওনার্দো বোনোচ্চিও ক্রোতনের বিপক্ষে ম্যাচটাকে ফাইনাল বলে অভিহিত করেছেন। কার্ডিফে চ্যাম্পিয়ন্স লীগের আগে ক্রোতনের বিপক্ষে ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করলে যে মানসিকভাবেও এগিয়ে থাকবেন তারা সেটাও জানিয়েছেন বোনুচ্চি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রবিবারের ম্যাচটা আমাদের জন্য আরেকটি ফাইনাল। মৌসুমের দ্বিতীয় শিরোপাও নিশ্চিত করে ফেলতে চাই আমরা। এরপরই দৃষ্টি রাখবো কার্ডিফে।’
×