ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবশেষে মুখ খুললেন শারাপোভা

প্রকাশিত: ০৬:১৮, ১৯ মে ২০১৭

অবশেষে মুখ খুললেন শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলেই কোর্টে নামেন মারিয়া শারাপোভা। জার্মানির স্টুটগার্ট ওপেনে শুরুটা অবশ্য ভালভাবেই করেছিলেন তিনি। দারুণ খেলেই সেমিফাইনালে ওঠেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। এরপর খেলেছেন মাদ্রিদ এবং রোম মাস্টার্সেও। কিন্তু দুর্ভাগ্য তার। নিষেধাজ্ঞা থেকে ফিরে তিন টুর্নামেন্টে খেললেও ফরাসী ওপেনে খেলার সুযোগ মিলেনি তার। যে কারণেই তার খেলার সিদ্ধান্ত চলে যায় ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের হাতে। তবে মঙ্গলবার দেশটির ফেডারেশন সাফ জানিয়ে দেয়, ‘যারা ইনজুরি কাটিয়ে ফিরে ওয়াইল্ড কার্ড শুধুই তাদের জন্য। যারা ডোপিং থেকে ফিরে তাদের জন্য নয়।’ তবে তার একদিন পরই মুখ খুলেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। শারাপোভা জানান কোন কিছুই তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এ প্রসঙ্গে মারিয়া শারাপোভা বলেন, ‘স্বরূপে ফেরার জন্য যা যা করার প্রয়োজন আমি তাই করতে প্রস্তুত। কোন কথা, খেলা এমনকি কোন কাজই আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আর এমন স্বপ্ন আমার অনেক আছে।’ সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন মাশা। তার দুটিই আবার ফ্রেঞ্চ ওপেনে। তাই রোলাঁ গ্যারোতে খেলার ব্যাপারে দারুণ আশাবাদী ছিলেন ৩০ বছর বয়সী এই টেনিস তারকা। কিন্তু সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল তার। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের সভাপতি বার্নাড গিউদেসেল্লি বলেন, ‘মারিয়ার জন্য আমি খুব দুঃখিত। তার ভক্তদের জন্যও দুঃখিত। তারা হতাশ হতে পারেন, তিনি হতাশ হতে পারেন। কিন্তু খেলাটির নীতিবোধ রক্ষা করাটা আমার নৈতিক দায়িত্ব।’ এ সময় তিনি আরও বলেন, ‘চোট থেকে ফেরা একজনকে ওয়াইল্ড কার্ড দেয়া যায়, কিন্তু ডোপিংয়ের কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে আসা একজনকে এটা দিতে পারেন না আপনি। মারিয়া শারাপোভার বেলায় আমরা অন্য রকম ভাবতে পারি না।’ ফ্রেঞ্চ ওপেনে তো খেলাই হচ্ছে না শারাপোভার। এখন সংশয় উইম্বলডনে তার অংশগ্রহণ নিয়ে। তবে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন শারাপোভাকে ওয়াইল্ড কার্ড না দিয়ে হয়তো উইম্বলডন কর্তৃপক্ষকেও একটু চাপে ফেলে দিয়েছে। এই টুর্নামেন্টেও সরাসরি খেলতে হলেও ওয়াইল্ড কার্ড পেতে হবে শারাপোভাকে। তবে উইম্বলডনের মূল ড্রতে জায়গা করে নেয়ার সুযোগ ছিল তার। এরজন্য ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে উঠতে হতো। কিন্তু দ্বিতীয় রাউন্ডের বৈতরণীই পার হতে পারেননি ৩০ বছর বয়সী শারাপোভা। ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ-বারোনির বিপক্ষে ম্যাচটি যখন ১-১ সেটে সমতায়, উরুর চোট নিয়ে কোর্ট ছাড়তে হয় তাকে। ফ্রেঞ্চ ওপেনে শারাপোভা না থাকার কারণে টুর্নামেন্ট যে কিছুটা রং হারাবে তা নিশ্চিত। তবে এবারের ফ্রেঞ্চ ওপেনে শুধু শারাপোভাই নন, খেলতে পারছেন না আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার মতো তারকারাও। মা হতে চলেছেন ২৩টি গ্র্যান্ডসøামের মালিক সেরেনা। তাই এ বছর আর কোন টুর্নামেন্টেই দেখা যাবে না তাকে। গত বছর মা হয়েছেন আজারেঙ্কা। তাই তার খেলা হচ্ছে না রোলাঁ গ্যারোয়। আর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইনজুরিতে পড়া কেভিতোভা এখনও পুরোপুরি ফিট না হওয়ার কারণে খেলতে পারছেন না মৌসুমের দ্বিতীয় মেজর এই টুর্নামেন্টে।
×