ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৬:১৭, ১৯ মে ২০১৭

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট পুরস্কার বিতরণ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী মঙ্গলবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম রব্বানী । এ সময় প্রাইম ব্যাংক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান এ কে এম এনামুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজার (গেম ডেভলপমেন্ট) আবু এনাম মোঃ কাউছার, নির্বাচক (বয়সভিত্তিক) এহসানুল হক সিজান উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন দলÑ ‘বালিয়া পুকুর বিদ্যা-নিকেতন’ সিলেট বিভাগের চ্যাম্পিয়ন দলÑ মৌলভীবাজারের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এবারের টুর্নামেন্টে সারাদেশ থেকে ৫৪০টি স্কুলের ১০ হাজার ৮০০ জন খেলোয়াড় অংশ নেয়। উল্লেখ্য, এই ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দিতে এবং তৃণমূল থেকে ভালমানের ক্রিকেটার তৈরির লক্ষ্যে বিসিবি আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে প্রাইম ব্যাংক ৬ বছর পৃষ্ঠপোষকতা করার লক্ষ্যে ২য় বছর সফলভাবে পার করল।
×