ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলকাতা-মুম্বাই ফাইনালে ওঠার লড়াই আজ

প্রকাশিত: ০৬:১৭, ১৯ মে ২০১৭

কলকাতা-মুম্বাই ফাইনালে ওঠার লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাজিমাত করেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতে তারা দ্বিতীয় স্থানে উঠেছিল। সেই সুবাদে প্রথম কোয়ালিফায়ার খেলে। গ্রুপ পর্বের শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে সবার আগে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে উঠেছে তারা। আজ মুম্বাইয়ের দ্বিতীয় সুযোগ। এলিমিনেটর ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে কলকাতার মোকাবেলায় নামবে মুম্বাই। ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিরপেক্ষ ভেন্যু বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নিজেদের মাঠে পুনেকে পেয়েও হারাতে পারেনি মুম্বাই। গ্রুপ পর্বে রোহিত শর্মার দলটি যে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিল সেটা করতে পারেনি। শেষ পর্যন্ত পুনের কাছে ২০ রানে হেরে যায়। গ্রুপ পর্বেও দুইবার মুখোমুখি হয়ে পুনেকে হারাতে পারেনি মুম্বাই। কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ হারার বেদনাটা অনেক কঠিন। কারণ এখন পর্যন্ত ফাইনাল নিশ্চিত হয়নি। অথচ গ্রুপ পর্বে ১৪ ম্যাচের ১০টিতেই জিতেছিল মুম্বাই। অবশ্য গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে আরেকটি সুযোগ পেয়েছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুম্বাইয়ের প্রতিপক্ষ আজ কলকাতা। মুম্বাইয়ের শক্ত লাইনআপে রোহিত ছাড়াও আছে কাইরন পোলার্ড, পার্থিব প্যাটেল ও লেন্ডল সিমন্সের মতো ব্যাটসম্যানরা। নিতিশ রানাও তিন শতাধিক রান করে বুঝিয়েছেন তার ওপর ভরসা করা যায়। আর বোলিংয়ে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের মিচেল ম্যাক্লেনাঘান ও জাসপ্রিত বুমরাহ আছেন। গ্রুপ পর্বে দুইবারই কলকাতাকে হারিয়েছিল মুম্বাই। এবার আরেকটি ম্যাচ জেতার জন্য উঠেপড়ে লাগবে তারা। কলকাতার জন্য সুবিধার বিষয় হচ্ছে এলিমিনেটর ম্যাচটাই বেঙ্গালুরুতে খেলেছে তারা। আর সেই ম্যাচে গত আসরের চ্যাম্পিয়নদের সহজেই হারিয়েছে ৭ ্উইকেটে। এ কারণে উদ্বুদ্ধ আছে গৌতম গাম্ভীরের দলটি। গ্রুপ পর্বে একেবারে চতুর্থ স্থান দখল করে তবেই শেষ চারে উঠেছিল কলকাতা। কিন্তু এখন ফাইনাল খেলার আশায় আছে তারা। তবে সেজন্য শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে। গ্রুপ পর্বে নিজেদের এবং প্রতিপক্ষের মাঠে খেলে মুম্বাইয়ের কাছে হেরেছিল তারা। এবার নিরপেক্ষ ভেন্যু বেঙ্গালুরুতে প্রতিশোধ নিতে হবে। আর সেটি করতে পারলেই ফাইনালে উঠবে তারা। এলিমিনেটর ম্যাচেই ওপেনিংয়ে ফিরেছেন রবিন উথাপ্পা। এবার কলকাতা কোন্ স্ট্র্যাটেজিতে নামবে তা ম্যাচ শুরুর পরই জানা যাবে।
×