ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোম থেকে বিদায় কারবারের

প্রকাশিত: ০৬:১৫, ১৯ মে ২০১৭

রোম থেকে বিদায় কারবারের

স্পোর্টস রিপোর্টার ॥ রোম মাস্টার্সেও নিষ্প্রভ এ্যাঞ্জেলিক কারবার। অখ্যাত এ্যানেট কোন্টাভিয়েটের কাছে হেরে ইতালিয়ান এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন জার্মানির এই টেনিস তারকা। বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এস্তোনিয়ার এ্যানেট কোন্টাভিয়েট ৬-৪ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়েই দেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই কারবারকে। তবে দারুণ জয়ে রোম মাস্টার্সের তৃতীয় পর্বের টিকেট নিশ্চিত করেছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ, রাশিয়ার একাটেরিনা মাকারোভা, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস এবং সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচের মতো তারকারা। গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করার পরই ভক্ত-অনুরাগীদের সুখবর দেন এ্যাঞ্জেলিক কারবার। সেরেনা উইলিয়ামসকে টপকে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন তিনি। কিন্তু তার ঠিক দুইদিন পরই রোম মাস্টার্স থেকে এমন বাজেভাবে হেরে বিদায় নিয়েছেন কারবার। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত কোন্টাভিয়েট। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এই অনুভূতিটা দারুণ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে এটাই আমার প্রথম জয়। তাই বুঝতেই পারছেন, আমি তো দারুণ রোমাঞ্চিত।’ টেনিস কোর্টে গত বছরটা দারুণ উপভোগ করেছেন এ্যাঞ্জেলিক কারবার। দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন তিনি। সেইসঙ্গে প্রথমবারের মতো বিশ্ব টেনিসের শীর্ষ স্থানটি দখল করেন স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। সেইসঙ্গে রিও অলিম্পিকের ফাইনালেও খেলেছিলেন তিনি। কিন্তু দুর্দান্ত কাটানো গত মৌসুমেও ক্লে কোর্টে খুব ভাল খেলতে পারেননি কারবার। যে কারণেই জার্মান তারকা স্বীকার করে নিয়েছেন যে, ক্লে কোর্টের বিশেষজ্ঞ নন তিনি। এ বিষয়ে কারবার বলেন, ‘প্রত্যেকেই জানেন যে, আমি আসলে ক্লে কোর্টের স্পেশালিস্ট নই। গত বছরটা আমার নিঃসন্দেহে ভাল কেটেছে। কিন্তু ক্লে কোর্টে ঠিক তার উল্টোটা। তাই আমি ধরেই নিয়েছি যে সামনের কিছু সপ্তাহ আমার বাজে কাটবে। তবে আমার বিশ্বাস আত্মবিশ্বাসী হওয়ার জন্য কিছু ভাল ম্যাচ খেলার প্রয়োজন। সেজন্য আমি কঠোর পরিশ্রম করছি এবং নিয়মিতই অনুশীলন করে চলেছি। এই সারফেসে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করি না।’ আগামী ২৮ মে থেকে শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। গুরুত্বপূর্ণ সেই টুর্নামেন্টের আগে কারবারের এমন পারফর্মেন্স নিশ্চই সমর্থকদের ভাবিয়ে তুলবে। তবে জার্মান তারকার লক্ষ্য এই দুই সপ্তাহে অনুশীলন করে নিজের সেরাটা দিতেই প্যারিসে কোর্টে নামবেন। এদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। গত সপ্তাহেই টানা দ্বিতীয়বারের মতো মাদ্রিদ ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। যে কারণে ফেবারিট হিসেবেই ইতালিয়ান ওপেনের কোর্টে নামেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই হ্যালেপ। রোম মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার তিনি ৬-৪ ও ৬-৪ সেটে পরাজিত করেন কারবারেরই স্বদেশী লরা সিগেমুন্ডকে। তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন রাশিয়ার দুই তারকা এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা এবং একাটেরিনা মাকারোভা। ফর্মের তুঙ্গে থাকা মাকারোভা এদিন ১-৬, ৬-১ এবং ৬-৩ সেটে পরাজিত করেছেন সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকে। আর ১২তম বাছাই পাভলিউচেঙ্কোভা ৭-৬ (৭/৪) ও ৬-২ সেটে পরাজিত করেন লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভাকে। জয় পেয়েছেন ভেনাস উইলিয়ামসও। আমেরিকান টেনিসের এই কিংবদন্তি দ্বিতীয় পর্বে ৬-৪ ও ৬-৩ সেটে পরাজিত করেন ইউক্রেনের লেসিয়া টিসুরেঙ্কোকে। চলতি বছরের শুরুটা অবশ্য দারুণভাবেই করেছিলেন ভেনাস। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেন সাতটি গ্র্যান্ডসøামের মালিক। এদিকে জার্মানির জুলিয়া জর্জেসের কাছে হেরে রোম মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচও।
×