ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এন্ডোসকপিক ও ল্যাপারেস্কপিক সার্জারি কেন্দ্র বঙ্গবন্ধু মেডিক্যালে

প্রকাশিত: ০৬:০১, ১৯ মে ২০১৭

এন্ডোসকপিক ও ল্যাপারেস্কপিক সার্জারি কেন্দ্র বঙ্গবন্ধু মেডিক্যালে

স্টাফ রিপোর্টার ॥ এন্ডোসকপিক ও ল্যাপারোস্কপিক সার্জারির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেশের প্রথম আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। রোগী ও মেডিক্যাল শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের অধীনে এ কেন্দ্র চালু করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটির নাম হচ্ছে ‘ইউনিভার্সিটি সেন্টার ফর এন্ডোসকপিক-ল্যাপারোস্কপিক সার্জারি’। বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এ প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হেকেপ প্রজেক্টের প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত প্রমখ। অধ্যাপক আবদুল মান্নান বলেন, মেডিক্যাল চিকিৎসায় এন্ডোসকপিক ও ল্যাপারোস্কপিক সার্জারির অভিজ্ঞতা অতীব জরুরী। গত ৪০ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের জাতীয় বাজেট ৭৮৪ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ৪ লাখ কোটি টাকায় উন্নীত হয়েছে। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের বিপ্লব ঘটেছে। চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবায় ও গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ‘ইউনিভার্সিটি সেন্টার ফর এন্ডোসকপিক-ল্যাপারোস্কপিক সার্জারির (ইউসিইএলএস) মাধ্যমে মেডিক্যাল শিক্ষার্থী, চিকিৎসকরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং রোগীরাও উপকৃত হবেন।
×