ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৫৭ ধারার বিভ্রান্তিগুলো নয়া ডিএসএলে দূর করা হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৬:০১, ১৯ মে ২০১৭

৫৭ ধারার বিভ্রান্তিগুলো নয়া ডিএসএলে দূর করা হবে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় যেসব বিভ্রান্তি আছে তা নতুন ডিজিটাল সিকিউরিটি আইনে দূর করা হবে। তিনি বলেন, বাক-স্বাধীনতার ব্যাপারে যাতে কারও কোন দ্বিধা-দ্বন্দ্ব না থাকে, কারও মনে কোন প্রশ্ন না ওঠে তা ডিজিটাল সিকিউরিটি আইনে পরিষ্কার করা হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় প্রাঙ্গণে অধস্তন আদালতের বিচারকদের পরিবহনের জন্য গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়ায় মন্ত্রিপরিষদ ইতোমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছে। আইন মন্ত্রণালয় এখন আইনটি যাচাই-বাছাই করছে। এ নিয়ে সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় সভা করা হয়েছে। সার্বিক দিক পর্যালোচনা করে সভায় উপস্থিত সকলেই এ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেছেন। তিনি আরও বলেন, শীঘ্রই এ আইনের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করা হবে। তারপর আইনটি চূড়ান্ত করা হবে। এ সময় ৩ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ক্রয়কৃত ৫টি কার গাড়ি এবং ৬টি মাইক্রোবাসের চাবি অধস্তন আদালতের বিচারকদের মাঝে হস্তান্তর করেন আইনমন্ত্রী। এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, অতিরিক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সচিব মোঃ গোলাম সারওয়ার, বিকাশ কুমার সাহা ও এ এইচ এম হাবিবুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×