ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাখালীতে নারী উদ্যোক্তাদের প্রথম মার্কেট উদ্বোধনীতে মেয়র আনিসুল হক

ঢাকা উত্তরে প্রতি ওয়ার্ডে একটি করে উইমেন্স হলিডে মার্কেট হবে

প্রকাশিত: ০৬:০০, ১৯ মে ২০১৭

ঢাকা উত্তরে প্রতি ওয়ার্ডে একটি করে উইমেন্স হলিডে মার্কেট হবে

স্টাফ রিপোর্টার ॥ নারী উদ্যোক্তা তৈরিতে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে উইমেনস হলিডে মার্কেট চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। এছাড়া প্রতিবন্ধীদের জীবন জীবিকার কথা ভেবে অন্তত একটি প্রতিবন্ধী মার্কেটও চালু করার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে নারী-পুরুষ সবাই এখন নিরাপত্তার আওতায় আছে বলে দেশের সার্বিক পরিস্থিতি কন্ট্রোল রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের উত্তর পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্মিত মহাখালী পাইকারি কাঁচাবাজার প্রাঙ্গণে অবস্থিত রাজধানীর প্রথম উইমেনস হলিডে মার্কেট উদ্বোধনকালে স্বারাষ্ট্রমন্ত্রী ও ডিএনসিসি মেয়র এসব কথা বলেন। ডিএনসিসি এবং ফর দ্য উইমেন বাই দ্য উইমেন ফোরামের যৌথ উদ্যোগে মার্কেটটি চালু করা হয়। এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে নারী কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজি। এ সময় মেয়র বনানী গুলশান, বারিধারা ডিওএইচএস এলাকায় চলাচলকারী রিক্সা চালকদের ডিএনসিসির তত্ত্বাবধানে জামানতবিহীন ঋণ দেয়ার ব্যবস্থা করা হবে বলে মেয়র জানান। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলাম, কমার্স ব্যাংক লিমিটেডের এএমডি সাইফুর রহমান পাটোয়ারী, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এসইভিপি আহসান জামান চৌধুরী, ওয়েল গ্রুপের সিইও সাঈদ নুরুল ইসলাম এবং ডিএনসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাছির উপস্থিত ছিলেন। আনিসুল হক বলেন, আজ আমাদের একটি স্বপ্ন পূরণ হলো। আমরা যেভাবেই বলি না কেন নারীদের জন্য এখনও বেশি কিছু করা সম্ভব হয়নি। নারী উদ্যোক্তাদের পুনর্বাসিত করা ডিএনসিসির একটি কমিটমেন্ট। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে এ ধরনের মার্কেট চালু করা হবে। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও পৃথক একটি হলিডে মার্কেট চালু করা হবে। সরকার নারীদের এখন জামানতবিহীন ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। তাই নারীরাও এগিয়ে চলছে। এজন্য নারীর সহযোগিতায় সবাইকে এগিয়ে যেতে সহায়তা করার অনুরোধ জানান। মেয়র বলেন, সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার বেলা তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত এ মার্কেট সর্বসাধারণের জন্য খোলা থাকবে। তবে নারী উদ্যোক্তাদের আবেদনের প্রেক্ষিতে আগামী ঈদ উপলক্ষে পুরো রমজান সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবসা পরিচালনাকারী ৫০ নারীই সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সভুক্ত। এসব নারী রাজধানীর বিভিন্ন মার্কেটে ইতোমধ্যেই ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে নারীরা ঘরে পণ্য তৈরি করে কম দামে রাজধানীর বিভিন্ন মার্কেটের দোকানে সরবরাহ করেন। দোকান মালিকরা ঘরে তৈরিকৃত এসব পণ্যই ক্রয়ের চেয়ে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, উত্তরের মেয়র ঢাকাকে বদলে দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। আমি অভিভূত হয়েছি। আজকের এই ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ভবিষ্যতে বড় পরিসরে দেখব বলে আশা রাখি। তারা যেন নিরাপদে এবং নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করতে পারেন তার সবরকম ব্যবস্থা আমরা করব। মন্ত্রী বলেন, ‘সার্বিক নিরাপত্তার বিচারে বিশ্বে এখন বাংলাদেশের অবস্থান ৩৭তম যা আমাদের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির পরিচয় বহন করে। নারীর ক্ষমতায়নে সরকারের সদিচ্ছা রয়েছে মন্তব্য করে তিনি এর স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ প্রদত্ত ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কার প্রাপ্তির বিষয়টি উল্লেখ করেন। অনুষ্ঠানে ফর দ্য উইমেন বাই দ্য উইমেন ফোরামের সদস্য এবং নারী উদ্যোক্তা পপি বড়ুয়া তাদের একটি স্থায়ী জায়গা দেয়ার জন্য ডিএনসিসির মেয়রকে অনুরোধ জানান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোয়ার্দ্দার জানান, প্রতিটি ব্যাংকের প্রতিটি শাখায় নারী উদ্যোক্তা ডেস্ক চালু করে অন্তত ৩ জন করে নারী উদ্যোক্তাকে ঋণদান করতে হবে মর্মে সরকারের নির্দেশনা রয়েছে। এমনকি ক্ষেত্রবিশেষে নারী উদ্যোক্তাদের ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেয়া যাবে। উল্লেখ্য, ৫০ ভ্রাম্যমাণ দোকান নিয়ে ছুটির দিনে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এই ডিএনসিসি উইমেনস হলিডে মার্কেট। ডিএনসিসির পক্ষ থেকে ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মহিলা কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজি ফোকাল পয়েন্ট হিসেবে এই হলিডে মার্কেটের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তবে আসন্ন রমজান মাস উপলক্ষে প্রতিদিনই খোলা থাকবে। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ মার্কেটটি উদ্বোধন করেন। সূত্র জানায়, এসব নারী উদ্যোক্তারদের ব্যবসা পরিচালনার জন্য ফর দ্য ওমেন বাই দ্য ওমেন নামক একটি বেসরকারী সংস্থা প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণে ঘরে তৈরিকৃত সকল পণ্যের বাজারজাতকরণ, ব্যাংকিং সিস্টেম সম্পর্কে জানাসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে।
×