ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপির গণতন্ত্র ভূতের মুখে রাম নাম ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ মে ২০১৭

বিএনপির গণতন্ত্র ভূতের মুখে রাম নাম ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মুখে গণতন্ত্রের বুলিকে ভূতের মুখে রাম নাম হিসেবে আখ্যায়িত করে বলেছেন, তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে। ক্ষমতায় থাকাকালে তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল রাতের বেলায় কারফিউ আর দিনের বেলা খাল কাটা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইউরো আসিয়ানো রমনা গ্রীন রেস্তরাঁয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল শাখার ছাত্রলীগ নেত্রীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন তারা বর্জন করল গণতন্ত্র উদ্ধার করবে বলে। তখন তারা ১৬৫ জন মানুষকে পুড়িয়ে হত্যা করল। অগ্নিসংযোগ ও ভাংচুর করে ধ্বংসাত্মক কর্মকা- চালালো। এর আগে হেফাজতের সমাবেশ দেখে খালেদা জিয়া গদ-গদ হয়ে ঢাকাকবাসীকে তাতে যোগ দিতে আহ্বান জানালেন। এরপর বায়তুল মোকররম মসজিদে আমরা আগুন জ্বলতে দেখলাম। কোরান শরীফ পুড়ল। এটা কি বিএনপির গণতন্ত্র? পেট্রোলবোমা দিয়ে মানুষ মারা কি তাদের গণতন্ত্র? তাদের গণতন্ত্র আসলে ম্যাজিকের তাস। কথায় কথায় রং বদলায়। কখওন বিবি, কখনও গোলাম।’ ভুল চিকিৎসার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাংচুরের বিষয় তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, চিকিৎসকের জন্য রোগী মারা গেলে হাসপাতাল ভাংচুর কেন? কেন অবরোধ হবে? একটি মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে অবরোধে আটকা পড়া মুমূর্ষু রোগী মারা গেলে তখন কী হবে? ডাক্তারের জন্য রোগী মারা গেলে শাস্তি পাবে ডাক্তার, হাসপাতালে কেন ভাংচুর হবে? প্রতিবাদের নামে হাজার হাজার মানুষকে কষ্ট দেয়া চলবে না। বঙ্গবন্ধু হত্যাকা-ের জন্য দলের ভেতরের ষড়যন্ত্রকারীদের শেখ হাসিনা দায়ী করলেও তখন বিতর্কিত ভূমিকা পালনকারীদের এখন সঙ্গে রাখার কারণ জানতে চেয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সাংবাদিকরা এর প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এগুলোর প্রতিক্রিয়া দেবে হাছান, তার উপরে হানিফ, আরও উপরে আমি দেব।’ হাওড়াঞ্চলের দুর্গত মানুষের ত্রাণ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা ঢাকায় বসে এত বড় বড় কথা বলছেন। তাদের নেত্রী (খালেদা জিয়া) যিনি তিন-তিনবারের প্রধানমন্ত্রী, তিনি কি একবারও হাওড়ে গেছেন? তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার হাওড়াঞ্চলে গিয়েছিলেন। তিনি দুর্গত মানুষের কোন সাহায্য দেননি। যারা সেখানে সাহায্য নিতে এসেছিলেন তারা খালি হাতে ফিরে গেছেন। আসলে তিনি গিয়েছিলেন সেখানে ফটোসেশনের জন্য। এরপর ঢাকায় এসে এটা নিয়ে বড় বড় কথা বলছেন। ছাত্রলীগ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের নেতাদের মেধা, বুদ্ধি, যোগ্যতা, দক্ষতা দিয়ে আকর্ষণীয় হতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের এমন কিছু করা যাবে না যাতে শেখ হাসিনার সুনাম ক্ষুণœ হয়। ছাত্রলীগের দু’-একজনের খারাপ আচরণে শেখ হাসিনার উন্নয়ন, অর্জন যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখাতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেনÑ আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সামছুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
×