ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

সাবেক এমপি বিএনপি নেতা মোমিন তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:৫৭, ১৯ মে ২০১৭

সাবেক এমপি বিএনপি নেতা মোমিন তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বগুড়ার আদমদীঘির সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের শুনানি করে বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার পরোয়ানা জারির এই আদেশ দেয়। পরোয়ানা জারির আবেদনে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন সুলতান মাহমুদ সীমন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে আপীল করেছেন কিশোরগঞ্জের মোসলেম প্রধান। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পর প্রসিকিউটর সুলতান মুহাম্মদ সিমন জনকণ্ঠকে বলেন, আব্দুল মোমিন তালুকদার একাত্তরে আদমদীঘি এলাকায় রাজাকার কমান্ডার ছিলেন। সে সময় হত্যা, গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা এলাকায় ‘প্রভাবশালী’ হওয়ায় এবং সঠিক তদন্তের স্বার্থে তাকে গ্রেফতারের আবেদন করা হয় বলে এই প্রসিকিউটর জানান। আব্দুল মোমিন তালুকদার বগুড়া-৩ আসন (আদমদীঘি-দুপচাঁচিয়া) থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নবম সংসদে নির্বাচিত হওয়ার পর বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও হয়েছিলেন তিনি। আদমদীঘি থানার কায়েত পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মুহাম্মদ সুবেদ আলী ২০১১ সালের মার্চে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে এই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করলে পরে তা ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ২৪ নবেম্বর আনুমানিক ১১টার দিকে আদমদীঘি বাজারে পশ্চিমে খারির ব্রিজের উত্তর শ্মশান ঘাটে আব্দুল মোমিন তালুকদার গুলি করে মুক্তিযোদ্ধা মনসুরুল হক তালুকদার টুলু, আব্দুস ছাত্তার, আব্দুল জলিল, আলতাফ হোসেনসহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেন। বাদীর অভিযোগ, আব্দুল মোমিনের বাবা আব্দুল মজিদ তালুকদার (বর্তমানে মৃত) মুক্তিযুদ্ধের সময় স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। বাবা-ছেলে দুজনেই সেসময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেন। মোসলেম প্রধানের আপীল মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে আপীল করেছেন কিশোরগঞ্জের মোসলেম প্রধান। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। আপীল দায়েরের পর মোসলেম প্রধানের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, মোট ৫৬টি গ্রাউন্ডে ৮০ পৃষ্ঠার মূল আবেদনের সঙ্গে ১২৩৮ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়েছে। আপীলে মোসলেমকে খালাসের আরজি জানানো হয়েছে। আপীলে এ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে জয়নাল আবেদীনের নাম রয়েছে। গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মোঃ হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানকে মৃত্যুদ-ে দ-িত। ঘোষিত রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা ছয় অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে আসামিদের সাজা কার্যকর করতে হবে।
×