ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

জাতীয় শিশু প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ মে ২০১৭

জাতীয় শিশু প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের শিশুরা এসে জড়ো হয়েছিল শিশু একাডেমির আঙ্গিনায়। নাচ, গান, কবিতা, আবৃত্তিসহ শিল্পের নানা ভুবনের এই খুদে শিল্পীদের সবার মুখের ছিল বিজয়ীর হাসি। চোখে-মুখে ছিল অনেকগুলো ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজের অর্জনকে প্রকাশের অভিব্যক্তি। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে জাতীয় শিশু প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। একাডেমির উদ্যোগে শিশুদের প্রতিভা অন্বেষণে দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় শিশু প্রতিযোগিতা ২০১৭। অঞ্চল পর্যায় থেকে মোট ২ লাখ ৩৫ হাজার ৩২৯ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়। অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মধ্যে ৩২টি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের স্বর্ণ ও রৌপ্যসহ মোট ২১২টি পদক এবং সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও সচিব নাসিমা বেগম এনডিসি। জাতীয় শিশু প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে রওনিক জাহান ও অর্ণব দাস। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ একাডেমির পরিচালক আনজীর লিটন। সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের উদ্দেশে প্রধান অতিথি মোঃ আবদুল হামিদ বলেন, নিঃসন্দেহে আজ তোমাদের জন্য আনন্দের দিন। উৎসবের এ দিনে তোমাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের শিশুরাই নেতৃত্ব দেবে আগামী বাংলাদেশ। তারাই এগিয়ে নিয়ে যাবে বাঙালী সংস্কৃতিকে। লালন করবে এ দেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য। জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে জন্মভূমির প্রতি থাকবে শ্রদ্ধাশীল। বাংলা ও বাঙালীর মাতৃভাষা এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শে তোমরাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবে। আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্্যাপন আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় জাদুঘরের সাত দিনের অনুষ্ঠানমালা ও প্রদর্শনীর উদ্বোধন হয় বৃহস্পতিবার সকালে। ‘জাদুঘরে হতে পারে বিতর্কিত ইতিহাসের অভয়ারণ্য’ প্রতিপাদ্যে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা ও প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আলোচনা শেষে জাদুঘরে সংরক্ষণের জন্য দাতাদের কাছ থেকে শতাধিক বিভিন্ন নিদর্শনাদি গ্রহণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এর মধ্যে ছিল হযরত উসমানী (রা.) সময়ের হাতে লেখা দুর্লভ কোরান শরীফ ‘মাসহাফে উসামানি’। বিশ্বে এ ধরনের কোরানের ৫টি কপি রয়েছে বলে জানা গেছে। এটি এতদিন সংরক্ষিত ছিল ইসলামী ফাউন্ডেশনে। আরও ছিল বাংলা সাময়িকপত্র সওগাত ও বেগম পত্রিকার কপি। ফরিদ কবিরের আত্মজৈবনিক ‘আমার গল্প’ গ্রন্থের প্রকাশনা প্রকাশিত হলো কবি ও লেখক ফরিদ কবিরের আত্মজৈবনিক গ্রন্থ ‘আমার গল্প’। নিজের জীবন এবং সেই জীবনের সঙ্গে সম্পৃক্ত কিছু মানুষের তথ্য গল্পচ্ছলে বইটিতে মেলে ধরেছেন লেখক। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি কবি শামসুর রাহমান মিলনায়তনে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটির পাঠোন্মোচন ও প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। মূলত বইটিতে যাদের কথা উঠে এসেছে তারাসহ লেখকের শুভাকাক্সক্ষীরাই ছিলেন অনুষ্ঠানের অতিথি। তাই প্রচলিত ধারায় প্রকাশনা অনুষ্ঠানে ছিল না কোন প্রধান বা বিশেষ অতিথি। ছায়ানটে গুরু-শিষ্যর উচ্চাঙ্গসঙ্গীত সন্ধ্যা যে কোন সঙ্গীতের ভিত্তি উচ্চাঙ্গসঙ্গীত। যুগ যুগ ধরে গুরু-শিষ্য পরম্পরায় এ সঙ্গীতের ধারা এখনও এ দেশে বহমান। নবীনদের মাঝে এই সঙ্গীতের বীজ বপন করা গেলে বেঁচে থাকবে এ দেশের হাজার বছরের সঙ্গীত ঐতিহ্য। এই আলোকে বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত সঙ্গীত আসর ‘প্রাণের খেলা’য় উচ্চাঙ্গসঙ্গীত পরিবেশন করেন গুরু ও শিষ্যরা। অটিস্টিক শিশুদের নৃত্যনাট্যে বাংলাদেশের অভ্যুদয় যারা পরিবেশনায় অংশ নিয়েছে তারা প্রত্যেকেই বিশেষ সুবিধাসম্পন্ন শিশু। যাদের অটিস্টিক বলা হয়। সাধারণ আর দশটা শিশুর মতো তারাও যে মেধা দিয়ে জয় করে নিতে পারে সবকিছু, তারই দেখা মিললো বৃহস্পতিবার। এদিন নৃত্যনাট্য পরিবেশনার মধ্য দিয়ে তারা তুলে ধরেন ১৯৪৭ সালে দেশভাগ থেকে পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রতিটি আখ্যান।
×