ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৫২, ১৯ মে ২০১৭

উবাচ

নাই স্টাফ রিপোর্টার॥ সম্প্রতি খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। বলা চলে, তার দল বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবেন তার একটি ফিরিস্তি এই ভিশন। বিষয়টি রাজনৈতিক নকলবাজি বলে মনে করছেন অনেকে। আওয়ামী লীগ ভিশন ২০২১ ঘোষণা করল, এর পর ভিশন ২০৪১। এর মধ্যে বিএনপির ভিশন ২০৩০। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, সংবাদ মাধ্যমে নকল ভিশনের থেকে বেশি আলোচিত নাঈম আশরাফ ওরফে হাসান মোহম্মদ হালিম, সাফাত আহমেদ আর সামদান শফিক। বনানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের হোতা এরা। তুমুল আলোচনা হচ্ছে আপন জুয়েলার্সের সোনার বৈধতা নিয়ে। এর অর্থ কী, ভিশন নিয়ে ভীষণভাবে উপহাস করে চলা সরকারী দলের দাবিই সত্য। সরকারী দলের নেতারা তো বলছেন এর মধ্যে কিচ্ছু নেই। শুধু তারা কেন, বিএনপির প্রভাবশালী বুদ্ধিজীবী হিসেবে ইতোমধ্যে পরিচিত পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরী পর্যন্ত হতাশ। তিনি বলছেনÑনা না নাই নাই; এখানে অনেক কিছুই নাই। গত সপ্তাহে ভিশন ২০৩০’র ভীষণভাবে সমালোচনা করেছেন তিনি। জাফরুল্লাহ একটি অনুষ্ঠানে বলেন, আমি আশাহত হয়েছি, বিএনপির স্ট্যাডিং কমিটিতে উনি (খালেদা) ছাড়া কোন মহিলা সদস্য নেই। এটা ভাল না। কাউকে যদি খুঁজে না পায়, সেলিমা রহমানকে (ভাইস চেয়ারম্যান) তো নেয়া যেত। নিজে ‘পরিবারতন্ত্রের’ বিরুদ্ধে হলেও নারী সদস্য হিসেবে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকেও বিএনপির স্থায়ী কমিটিতে মেনে নিতে আপত্তি নেই জাফরুল্লাহর। স্বাস্থ্য বিষয়ক ‘ভিশনে’ ধূমপান বন্ধের কোন বক্তব্য না দেখেও হতাশ তিনি। শ্রমিকদের রেশন দেয়ার প্রতিশ্রুতিও ‘ভিশনে’ থাকা উচিত ছিল বলে মনে করেন জাফরুল্লাহ। কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, নারীশ্রমিক শিল্পের প্রাণ; এই শ্রমিকদের কথা পরিষ্কার করে বলা হয়নি। আমরা কেন বলতে পারলাম না একজন শ্রমিকের বেতন হবে ১২ হাজার, ১৪ হাজার অথবা ১৫ হাজার টাকা। দরিদ্র মানুষকে রেশন দেয়া হবে। যারা সুখে থাকেন সেই সামরিক বাহিনীর সদস্যরা রেশন পান, আমার শ্রমিকরা একইভাবে রেশন পাবেন- এ কথা থাকলে আমি খুশি হতাম। র‌্যাবের বিষয়ে জাফরুল্লাহ বলেন, উনি (খালেদা জিয়া) অতীতে বিভিন্ন বক্তৃতায় বলেছেন, র‌্যাবকে বিলুপ্ত করা হবে। ৪১ পৃষ্ঠার ‘ভিশন ২০৩০’ বইতে কোথাও র‌্যাব বিলুপ্তির কথা নেই। শাটআপ বাস্টার্ড স্টাফ রিপোর্টার॥ শাটআপ, বাস্টার্ড। ইউ টেক ইওর সিট। দেশের জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমকে একি বললেন! তাও আবার আপীল বিভাগে শুনানির সময় প্রধান বিচারপতি এসকে সিনহার সামনে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগপ্রাপ্ত ১৩৮ চিকিৎসকের নিয়োগের বৈধতা নিয়ে এক মামলার শুনানিতে বুধবার এই ভাষা ব্যবহার করেন ড. কামাল। এ মামলার আইনগত (মেরিট) বিষয়ে না গিয়ে তখন কামাল হোসেন বলেন, সিন্ডিকেটে এক সময় ডাক্তারদের নিয়োগ দেয়া হয়েছিল। এখন ওনারা সেই সিন্ডিকেটের বিপক্ষে স্ট্যান্ড নিচ্ছে। এগুলো হলো ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউশন। এ সময় এ্যাটর্নি জেনারেল দাঁড়িয়ে এ ধরনের শব্দ চয়নে আপত্তি জানান। তখন তাকে উদ্দেশ করে কামাল হোসেন বলেন শাটআপ, বাস্টার্ড। ইউ টেক ইওর সিট। প্রতিক্রিয়ায় এ্যাটর্নি জেনারেল বলেন, ইউ ক্যান নট আটার্ড দিজ ওয়ার্ড। এ সময় প্রধান বিচারপতির হস্তক্ষেপে কামাল হোসেন তার আসনে বসে পড়েন। ওই সময় প্রধান বিচারপতি ড. কামাল হোসেনকে উদ্দেশ করে বলেন, আপনি একজন সিনিয়র আইনজীবী, এ ধরনের শব্দ চয়ন ঠিক না। তখন এ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতিকে বলেন, আপনি তো ওনাকে তোষামোদ করলেন। একজন সিনিয়র এ্যাডভোকেট যেভাবে আমাকে গালি দিল এটার কী হবে? এ পর্যায়ে আদালত বিরতিতে যায়। পুনরায় আদালত বসার পর কামাল হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এ্যাটর্নি জেনারেলের কাছে ক্ষমা চান। গণতন্ত্র স্টাফ রিপোর্টার॥ আকস্মিক গণতন্ত্র প্রেমিক হয়ে উঠেছেন ’৯০ গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এইচএম এরশাদ। তিনি দেশে গণতন্ত্রের প্রয়োজন অনুভব করছেন। অথচ তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন টানা ৯ বছর। তিনি বলেছেন, যথাযথ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে না পারায় সমাজে অস্থিরতা রয়েছে, প্রতিকূলতা রয়েছে। ইভিএম আসুক, আর যা-ই আসুক; গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হওয়া সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই যথাযথ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়া প্রয়োজন, এজন্য আমাদের সবাইকে আন্তরিক হতে হবে। এরশাদ বলেন, আমাদের জোট নিয়ে অনেক সমালোচনা যেমন হয়েছে, আলোচনাও হয়েছে; অনেকে আশান্বিত হয়েছে। বর্তমানে ৫৮টি দল আছে, সামনে আরও দল অন্তর্ভুক্ত হবে। সবাইকে ডাকব, সবার সঙ্গে মিটিং করব। আমরা দেখিয়ে দেব- আমাদের শক্তি আছে।
×