ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগ সরকারের প্রতিপক্ষ নয় ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:৫২, ১৯ মে ২০১৭

বিচার বিভাগ সরকারের প্রতিপক্ষ নয় ॥ প্রধান বিচারপতি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ মে ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা সরকারের উদ্দেশে বলেন, আপনারা যদি মনে করেন বিচার বিভাগ প্রতিপক্ষ এটা খুব ভুল হবে। আমরা সবসময়ই হাত বাড়িয়ে দেই, আমরা প্রতিদ্বন্দ্বী না। আমাদের রাষ্ট্রপতি নিজেই আইনজীবী। যথেষ্ট সহনশীল আমাদের প্রতি। সরকারে যারা সংশ্লিষ্ট আছেন আমি আশা রাখব তারা সরকারকে সঠিক পরামর্শ দিবেন। সুপ্রীমকোর্ট ডিজিটালাইজেশন প্রসেস প্রোগ্রাম নিয়েছে। এটাকে আর বন্ধ করবেন না। টাঙ্গাইল গণপূর্ত বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল জেলা জজ আদালত প্রাঙ্গণে আদালতের অস্থায়ী ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, আমি আশা করব বিচার বিভাগের ডিজিটালাইজেশন সরকারের একটা উন্নয়নের অংশ হিসেবে বিবেচনা করে সরকার এটা বাস্তবায়ন করবে। আইন মন্ত্রণালয় আমাদের সহযোগিতা করবে। দুপুরে টাঙ্গাইল জেলা বার সমিতি আয়োজিত আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভেজাল খাদ্য বিক্রি বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বলেছেন, দেশ আমাদের সবার, তাই দেশের জনগণের স্বার্থে সবাইকে যার যার দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। সম্মেলনে উপস্থিত জেলা প্রশাসককে তিনি পবিত্র রমজান মাসে যাতে কেউ ভেজাল ও নি¤œমানের খাদ্যদ্রব্য বিক্রি করতে না পারে সে জন্য মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে পরার্মশ দেন। তিনি তার বক্তব্যে মোবাইল কোর্টের ত্রুটির কথা উল্লেখ করেন। তিনি বুধবার রাতে টাঙ্গাইল সার্কিট হাউসে জেলা জাজশিপ আয়োজিত বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, জনগণের দুর্দশা কমানোসহ অর্থনৈতিক উন্নয়ন তথা সার্বিক দেশোন্নয়নের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। কিন্তু আইনের ত্রুটিসহ স্বার্থান্বেষী মহল এ ক্ষেত্রে বড় বাধা উল্লেখ করে এ জন্য আইনের ত্রুটি সংশোধনের ওপর তিনি জোর দেন। তিনি বলেন, মার্শাল ’ল এলেই দেশে অনিয়ম-দুর্নীতি বাড়ে। কোন অবস্থাতেই যাতে দেশে আর এ পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান বিচারপতি। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন। বিচার বিভাগ সরকারের মানবসেবায় রণদা প্রসাদ সাহার অবদান বিশ্বে বিরল নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন মানবসেবায় দানবীর রণদা প্রসাদ সাহা যে অবদান রেখে গেছেন তার উদাহরণ পৃথিবীতে দুই একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভারতেশ্বরী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল এ্যান্ড কলেজ ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পৃথিবীতে সকল কিছুই মানুষের পক্ষে জয় করা সম্ভব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের এমডি রাজীব প্রসাদ সাহা ও পরিচালক প্রতিভা মুৎসুদ্দি। এ সময় প্রধান বিচারপতি ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের ছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
×