ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন ভ্যাট আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ॥ এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:২৫, ১৯ মে ২০১৭

নতুন ভ্যাট আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ॥ এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ বিভাগের সিনিয়র সচিব মোঃ নজিবুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে নতুন ভ্যাট আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঝামেলামুক্ত ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এ আইন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি বৃহস্পতিবার বিকেলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভ্যাট রেজিস্ট্রেশন মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা কাস্টম হাউজের কমিশনার মারগূব আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মোহাম্মদ ইকবাল, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম, খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান ও খুলনা চেম্বার প্রতিনিধি শরীফ আতিয়ার রহমান। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে মধ্যে উন্নত দেশের সারিতে নিয়ে যেতে রাজস্ব আদায় উন্নয়নের অক্সিজেন হিসেবে কাজ করবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ আন্তর্জাতিক মানদ- বজায় রেখে প্রণয়ন করা হয়েছে, যেটি আগামী ১ জুলাই, ২০১৭ থেকে কার্যকর হবে। আইনটির সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক ব্যবস্থায় পরিচালিত হবে। যশোরে ভ্যাট মেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে তিন দিনব্যাপী ভ্যাট রেজিস্ট্রেশন মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ। এদিকে, অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ করেছেন বিড়ি শিল্প শ্রমিকরা। তারা বিভিন্ন দাবিতে সেøাগানে মুখরিত করেন ওই এলাকা। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড কোন ঔপনিবেশিক সংস্থা নয় যে, আইনের মাধ্যমে আতঙ্কের সৃষ্টি করবে। ভ্যাট আইনে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ আইন জন ও ব্যবসায়ীবান্ধব।’ তিনি আরো বলেন, এ আইন হবে সকলের জন্য এবং এটি বাস্তবায়ন হলে নতুন দিগন্তের সৃষ্টি হবে। এজন্য তিনি সকল ব্যবসায়ীকে ভ্যাট আইনের আওতায় নিজেদের প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আহ্বান জানান।
×