ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বর্ণের দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

প্রকাশিত: ০৪:২৪, ১৯ মে ২০১৭

স্বর্ণের দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

অর্থনৈতিক রিপোর্টার॥ ঢাকায় একটি সোনার দোকানে অভিযানের পরপরই এর প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি। সমিতি বলছে, দেশজুড়ে প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকানে এই ধর্মঘট কার্যকর হবে। সমিতির সহসভাপতি এনামুল হক খান বলেছেন, ‘এনবিআর এর সঙ্গে আমাদের কথা ছিল আর কোন অভিযান হবে না। কিন্তু আজ আমিন জুয়েলার্সে অভিযান হয়েছে। এর প্রতিবাদে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।’ তিনি বলেন, অন্য ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এভাবেই অন্য দোকানগুলোতেও অভিযান হতে পারে। এদিকে ঢাকা নিউমার্কেটের একজন স্বর্ণ ব্যবসায়ী ‘মাধুরী জুয়েলার্স’ এর রাজিব পাল জানাচ্ছেন এই ঘোষণার পর পরই বিকেল পাঁচটার দিকে নিউমার্কেটের সব স্বর্ণের দোকান বন্ধ করে দেয়া হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতর গত কয়েকদিনে দুই দফায় অভিযান চালিয়ে বনানী ধর্ষণ মামলার প্রধান আসামির পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেয়। বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা সেসময় বলেছেন, আপন জুয়েলার্সের কর্ণধাররা জব্দকৃত সাড়ে ১৩ মণ স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরার বৈধ কাগজ দেখাতে পারেনি। তবে এতে করে অন্য স্বর্ণ ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। রংপুর অঞ্চলে শিল্প প্রতিষ্ঠায় ১২২ কোটি টাকার ঋণ বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নে রংপুর বিভাগের ৩৭টি বাণিজ্যিক ব্যাংক কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় এসএমই ঋণ বিতরণ খাতে ৩৭৪ উদ্যোক্ততার মাঝে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার দিনাজপুর বাঁশেরহাট ব্র্যাক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ব্যাংকার ও উদ্যোক্তা মতবিনিমিয় সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম চালু হয়। রংপুর সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-সচিব মোঃ ইমতিয়াজ হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার স্বপন কুমার রায়, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, রওশন জাদিদ, কাওসারুল আলম, হামিদুর রহমান, নিয়ামত উদ্দীন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে এসএমই ঋণ বিতরণের জন্য নির্ধারিত এ অঞ্চলের ৩৭৪ উদ্যোক্ততার মাঝে বিতরণযোগ্য এক শ’ ২২ কোটির অধিক টাকার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ৪৪ উদ্যোক্ততার হাতে ৫০ কোটি ৭৪ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
×