ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জীবন বীমা কোম্পানিগুলোর প্রতিবেদন জমার সময় বাড়ল

প্রকাশিত: ০৪:২৩, ১৯ মে ২০১৭

জীবন বীমা কোম্পানিগুলোর প্রতিবেদন জমার সময় বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ১২ জীবন বীমা কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো তাদের ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন ৩০ জুন, ২০১৭ তারিখের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা এবং উভয় স্টক এক্সচেঞ্জের কাছে জমা দিতে পারবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি জীবন বীমা কোম্পানি রয়েছে যেগুলোর আর্থিক প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়েছে। কোম্পানিগুলো হলো : ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য উল্লিখিত কোম্পানিগুলোর মধ্যে শুধুমাত্র ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ পাঠিয়েছে গ্রামীণফোন পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠিয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠিয়েছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। যার পুরোটাই নগদ। -অর্থনৈতিক রিপোর্টার এনসিসি ব্যাংক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মিনহাজ কামাল খান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ৫০ হাজার শেয়ার বেচবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মিনহাজ কামাল খানের কাছে কোম্পানির মোট ৪ লাখ ৯৭ হাজার ৩০৪টি শেয়ার আছে। এর মধ্য থেকে ৫০ হাজার শেয়ার বেচবেন তিনি। উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×