ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে সবুজের অভিযান

প্রকাশিত: ০৪:১৮, ১৯ মে ২০১৭

কালীগঞ্জে সবুজের অভিযান

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে ময়লা আবর্জনা অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সবুজের অভিযানে নেমেছে স্থানীয় দুটি তরুণ সংগঠন। বৃহস্পতিবার ‘আমাদের সমাজ আমদেরকেই পরিষ্কার রাখতে হবে’Ñ এ সেøাগান নিয়ে ‘আমরা ভাই-ব্রাদার’ ও ‘কালীগঞ্জ ক্লাব’ যৌথভাবে এ অভিযান শুরু করে। জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ‘আমরা ভাই-ব্রাদার’ ও ‘কালীগঞ্জ ক্লাব’-এর চার শতাধিক তরুণ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌর এলাকার শহীদ ময়েজ উদ্দিন সড়কের পুরাতন ব্যাংকের মোড় থেকে শুরু করে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকার ছড়িয়ে-ছিটিয়ে ও স্তূপ হয়ে পড়ে থাকা ময়লা আবর্জনা অপসারণের কাজ শুরু করে। তারা কালীগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতায় ভ্যানযোগে এসব ময়লা আবর্জনা অন্যত্র সরিয়ে নেয়। দুপুর পর্যন্ত এ কর্মসূচী চলে। স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ কর্মসূচীতে অংশ নেয়। স্থানীয়দের কাছে এ অভিযানটি সবুজের অভিযান নামে পরিচিতি পেয়েছে ও প্রশংসিত হয়েছে। অভিযান শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও ক্রীড়া সংস্থার পাশে জমানো ময়লার স্তূপ অপসারণের আবেদন জানিয়ে তারা পৌর মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করেন। ‘ক্লিন কালীগঞ্জ’ নামে এ অভিযান শুরুর আগে সকালে কালীগঞ্জ উপজেলা শহরের ব্যাংক মোড় থেকে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এতে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, পৌর মেয়র মোঃ লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কামাল উদ্দিন দেওয়ান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ভূইয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান আরমান, কালীগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এস এম আক্তারুজ্জামান, কালীগঞ্জ ক্লাবের সভাপতি আলী আল-মারুফ অনিক এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। অবশেষে তালা খুলেছে ইউএসটিসির স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ায় খুলেছে ইউএসটিসির (ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি চিটাগং) তালা। আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার একাডেমিক ভবন ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটালের তালা খুলে দেয়। শুরু হয়েছে সকালে রোগী ভর্তি এবং শিক্ষা কার্যক্রম। দীর্ঘ আন্দোলনের বিজয়ে উল্লসিত শিক্ষার্থীরা। বিএমডিসি নিবন্ধনের দাবিতে ইউএসটিসির শিক্ষার্থীরা গত জানুয়ারি থেকে আন্দোলন শুরু করে। ভার্সিটির এমবিবিএস কোর্সে তিনটি ব্যাচের হাজারো শিক্ষার্থীর বিএমডিসি নিবন্ধন ছিল না। এমতাবস্থায় শিক্ষা জীবন শেষ করেও তাদের চাকরি পাওয়া, ইন্টার্ন এবং প্রাকটিস নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছিল। শিক্ষার্থী ভর্তিতে অনিয়ম এবং শর্ত পূরণ না করায় ইউএসটিসির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
×