ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত তিন আহত ৩০

প্রকাশিত: ০৪:১৭, ১৯ মে ২০১৭

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত তিন আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৮ মে ॥ কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে তিনজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোবারকগঞ্জ চিনিকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের এবাদত হোসেনের ছেলে ইব্রাহীম হোসেন (৬০), একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও অজ্ঞাত এক নারী (৩৫)। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, যশোর থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোবারকগঞ্জ চিনিকল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সময় বাসটি সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে শিশু ও নারীসহ অন্তত ৩৩ জন আহত হয়। বগুড়ায় স্কুলছাত্রী স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, বৃহস্পতিবার সকালে বগুড়া-নাটোর সড়কে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত এবং অপর এক স্কুলছাত্রী আহত হয়েছে। নিহত ছাত্রীর নাম হাবিবা খাতুন (১৩)। হাইওয়ে পুলিশ জানায়, উপজেলার রণবাঘা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হাবিবা খাতুন ও সহপাঠী নূপুর খাতুন সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর সড়কের শহরকুড়ি এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। যশোরে চালক স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, সড়ক দুর্ঘটনায় দুলাল হক (২৫) নামে এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলপার রিপন (২০)। বৃহস্পতিবার ভোরে যশোর-বেনাপোল সড়কের নাভারণ বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলাল হক ভোলা সদরের কুতুবা গ্রামের সিরাজুল হকের ছেলে। মাধবপুরে শিশু সংবাদদাতা মাধবপুর হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর উপজেলার রতনপুরে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মায়েশা (৭) নিহত ও তার মা হুসনা বেগম আহত হয়েছে। জানা যায়, ওই দিন সকালে শায়েস্তাগঞ্জ থানার বিরামচর গ্রামের প্রবাসী রফিক মিয়ার স্ত্রী হুসনা বেগম তার মেয়েকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা এলাকায় যাওয়ার সময় রতনপুরে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মা-মেয়ে গুরুতর আহত হয়। বেড়ায় সবজি বিক্রেতা সংবাদদাতা বেড়া পাবনা থেকে জানান, বেড়ায় ট্রাকের ধাক্কায় চাঁদ আলী সরদার (৫০) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন এবং আজিজুল হক (৪০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বেড়া সিএ্যান্ডবি ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদ আলীর বাড়ি বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের দমদমা গ্রামে। সাভারে যুবক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
×