ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছাতকে দোকান নিয়ে সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০৪:১৭, ১৯ মে ২০১৭

ছাতকে দোকান নিয়ে সংঘর্ষে নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৮ মে ॥ ছাতক উপজেলার জাউয়াবাজারে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই দফায় সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং আরেকজন সংঘর্ষ থামাতে গিয়ে অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছে। নিহতরা হলেন হাফিজ আবু সাঈদ, তিনি হাবিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। অপরজনের নাম সুলতান আলী, তিনি বিনোন্দপুর গ্রামের আসদ আলীর ছেলে। জাউয়াবাজারের একটি দোকানের সীমানা নিয়ে জাউয়া সাহিত্যপাড়ার আব্দুল ওয়াহিদ এবং হাবিদপুরের আব্দুল কাহারের লোকজনের মধ্যে বৃহস্পতিবার সকালে দুই দফা সংঘর্ষ হয়। প্রথম দফার সংঘর্ষে ৩০ জন আহত হয়। পাশের কৈতক হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গুরুতর আহত ফজরুল ইসলাম, আব্দুল কাহার, আবু সাঈদ ও আবু তালেবকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওখানেই মারা যান হাফিজ আবু সাঈদ। ফরিদপুরে আহত ১২ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছে। এর মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের জেলেপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, পবনবেগ গ্রামের জেলেপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে অনিমেষ বিশ্বাস ও গৌতম বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বুধবার রাতে দুই পক্ষ লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সিরাজদিখানে আহত ৭ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, সিরাজদিখানে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ টেঁটা ও গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৭ জন। বৃহস্পতিবার উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামে (চরাঞ্চল) এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাজী মোনতাজ ও মোক্তার হোসেন গ্রুপ এবং প্রতিপক্ষ হাজী সামেদ আলী, কাশেম নেতা ও খালেক মাদবর গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তাদের দুই গ্রুপের মধ্যে মাঝে মাঝে সংঘর্ষ ঘটে।
×