ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হকারের ঘরে অদম্য শিল্পী চিকিৎসক হতে চায়

প্রকাশিত: ০৪:১৬, ১৯ মে ২০১৭

হকারের ঘরে অদম্য শিল্পী চিকিৎসক হতে চায়

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৮ মে ॥ ফেরি করে আইসক্রিম বিক্রেতার ঘরে অদম্য মেধাবী। দুই ভাই, দুই বোনের মধ্যে শিল্পী তৃতীয়। বাবা ফজলুর রহমান গ্রামে গ্রামে ফেরি করে আইসক্রিম বিক্রি করেন। মা হালিমা বেগম গৃহিণী। তার বড় বোন নাসিমা খাতুন ষষ্ঠ শ্রেণী এবং বড় ভাই হামিদুর রহমান দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। এরপর অর্থাভাবে আর পড়তে পারেনি। শিল্পী লালদীঘি ও/এ উচ্চবিদ্যালয়ের থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপি-এ ৫ পেয়েছে। পিইসি এবং জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। তার বাড়ি উপজেলার রাধানগর ইউনিয়নের লালদীঘি উত্তরপাড়া গ্রামে। মঙ্গলবার শিল্পী আক্তারের বাড়িতে গিয়ে দেখা যায়, দুই শতক ভিটির ওপর রয়েছে একটি ছোট মাটির ঘর। এছাড়া আর কোন জমি-জমা নেই। বাবা ফজলুর রহমানের ফেরি করে আইসক্রিম বিক্রির টাকায় চলে কোনমতে তাদের সংসার। লেখাপড়া করে ভবিষ্যতে কি হতে চাও? এমন প্রশ্ন করা হলে শিল্পী আক্তার বলে, স্যার চিকিৎসক হতে চাই। কিছুক্ষণ পরই বলে, ‘গরিব ঘরের মেয়ে হয়ে বড় বড় স্বপ্ন দেখি, তা কি বাস্তবায়ন হবে? তার এই ফলাফল অর্জনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাড়ির পাশে মৌয়াগাছ সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক এহসানুল হক কবীরকে। তিনিই তার ১০ শ্রেণী পর্যন্ত বই, খাতা ও কলম কিনে দিয়েছিলেন। উপবৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৮ মে ॥ ভালুকায় স্থানীয় চাপরবাড়ি দাখিল মাদ্রাসায় এবতেদায়ী ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষিকাদের নিজস্ব অর্থায়নে এবতেদায়ী প্রম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৭০ ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তি হিসাবে অর্থ প্রদান করা হয়। এ সময় মাদ্রাসা সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑ পরিচালনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন খান, জুবেদ আলী শেখ, এমরান হোসেন, মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেনসহ মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। পুরোহিতদের প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ মে ॥ ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত, সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার নওগাঁ সেবাশ্রম সংঘে হিন্দু আইন ও পূজা পদ্ধতি বিষয়ে পুরোহিতদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাশক ড. আমিনুর রহমান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহীর এসআরএসসিপিএস কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা সিধেন চন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগি¦জয়ানন্দজী মহারাজ, অধ্যক্ষ প্রণব রঞ্জন বসাক প্রমুখ।
×